[প্রথমপাতা]

 

 

 

বিদায় বন্ধু বিদায়ঃ
তারেক মাসুদ, মিশুক মুনির সহ হারিয়ে যাওয়া সবার জন্য আমরা শোকাভিভুত

 

কাজী ইনসান

 

মৃত্যুর গান, মাটির ময়না ও রানওয়ে খ্যাত আন্তজাতিক খ্যাতি সম্পন্ন চলচিত্রকার তারেক মাসুদ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।নিহত হয়েছেন মিডিয়া বক্তিত্ব আশফাক মিশুক মুনির সহ মোট পাচজন । আমাদের দেশের জন্য চলচিত্রের মাধমে যারা আন্ত্রজাতিক সম্মান এনে দিয়েছেন তারেক মাসুদ তাদের অন্যতম ।দুঃখজনক হলেও বলতে হয় এই দুর্ঘটনায় আমরা অতীতে হারিয়েছি ওপর দুজন শক্তিশালী চলচিত্রকার জহির রায়হান ও আলমগীর কবীরকে।যন্ত্রদানব তারেক মাসুদের সাথে কেড়ে নিয়েছে আরেক বরেণ্য মিডিয়া মেকার মিশুক মুনীর এর জীবন । ওপর ২ জন সংস্কৃতি কর্মী ও চালকের মৃতু হয়েছে একসাথে। দুজন অসম্ভব মেধাবী মানুষের মৃত্যুতে দেশ শোকাভিভূত।

দেশে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে, ঠেকাবার কেউ নেই, যন্ত্রদানব দানব থেকে দানবীয়, বেপয়ারা ড্রাইভার, নেই কোনো ট্রাফিক আইন। সড়ক দুর্ঘটনা ঠেকাবার দায়িত্বে নিয়োজিত দুর্নীতিগ্রস্থ বি আর টি এ আর পুলিসের ঘুষ। মটর শ্রমিক -মালিকদের সিন্ডিকেট।চাদাবাজির টাকায় রাজনৈতিক নেতা -এম পি আর মন্ত্রীর ভাগ বাটোয়ারা ।নিম্নমানের ভারতীয় আর চীনা গাড়ির ভাগাড়ে পরিনিত করেছেন আমাদের যোগাযোগ মন্ত্রী গোটা বাংলাদেশকে। ব্যার্থ মন্ত্রীর কাছে প্রশ্ন আর কত মৃত্যু হলে আপনি সজাগ হবেন,কবে, কখন?????

অসময়ে চলে যাওয়া এই পাচ জনের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আহতদের জানায় গভীর সমবেদনা।


কাজী ইনসান
kaziensan@gmail.com


 

[প্রথমপাতা]

 

 

 

>>লেখকের অন্যান্য লেখা