|
বিদায় বন্ধু বিদায়ঃ
কাজী ইনসান
মৃত্যুর গান, মাটির ময়না ও রানওয়ে খ্যাত
আন্তজাতিক খ্যাতি সম্পন্ন চলচিত্রকার তারেক মাসুদ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়
নিহত হয়েছেন।নিহত হয়েছেন মিডিয়া বক্তিত্ব আশফাক মিশুক মুনির সহ মোট পাচজন
। আমাদের দেশের জন্য চলচিত্রের মাধমে যারা আন্ত্রজাতিক সম্মান এনে দিয়েছেন
তারেক মাসুদ তাদের অন্যতম ।দুঃখজনক হলেও বলতে হয় এই দুর্ঘটনায় আমরা অতীতে
হারিয়েছি ওপর দুজন শক্তিশালী চলচিত্রকার জহির রায়হান ও আলমগীর কবীরকে।যন্ত্রদানব
তারেক মাসুদের সাথে কেড়ে নিয়েছে আরেক বরেণ্য মিডিয়া মেকার মিশুক মুনীর এর
জীবন । ওপর ২ জন সংস্কৃতি কর্মী ও চালকের মৃতু হয়েছে একসাথে। দুজন অসম্ভব
মেধাবী মানুষের মৃত্যুতে দেশ শোকাভিভূত।
|
|