[প্রথমপাতা]

 

 

 

বানিজ্য মন্ত্রীর "কম খাওয়ার" হিতোপদেশঃ চুপ, থামলে ভালো লাগে

 

কাজী ইনসান

 

আমাদের বানিজ্য মন্ত্রী ফারুক খানকে প্রধানমন্ত্রী কী বিবেচনায় তার চটকদার মন্ত্রী সভায় স্থান দিয়েছেন সেটা আমাদের জানা নেই তবে দীর্ঘ আড়াই বছরের তার কার্যক্রম দেখে একবাক্যেই বলা যায়, ব্যর্থ ও অপদার্থ মন্ত্রী হিসেবে তিনি নিজেকে যথারীতি শীর্ষস্থানে নিয়ে গেছেন। মন্ত্রী সাহেবের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের "জমি দখল" সহ অনন্য দুর্নীতির কথা মিডিয়ার কল্যাণে দেশবাসী আগেই জানেন তাই দুর্নীতির সাথে বসবাস করে দুর্নীতিকে গুডবাই জানানো যে তার কম্ম নয় সেটা তিনি নিজেও জানেন। তাই তিনি প্রায়ই চুপচাপ থাকেন, তবে চাকরি বাঁচাতে কিংবা মাজে মধ্যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণর জন্য একটু নড়াচড়া করলেই বিপদ। বেফাঁস কথা বলেই ফেঁসে যান।

বলা হয়ে থাকে, এই মন্ত্রী যখনই মিডিয়াতে বক্তব্য রাখেন, হিটলার আদলের মন্ত্রীর গম্ভীর মুখ যখনই টিভি পর্দায় ভেসে উঠে, পরেরদিনই বাজারে দ্রব্যমুল্য একধাপ বেড়ে যায়, এ যাবত তার কোনো থিওরি ব্যাবসায়ীদের শক্তিশালী সিন্ডিকেটকে এক বিন্দু নড়াতে পারে নি।বানিজ্য মন্ত্রীর সাথে ব্যবসায়ীরা যেন লুকোচুরি খেলছেন। ভাবটা এমন ......মন্ত্রিসাব, কথা বইলেন না, কথা কইলেই খাইছি..... মন্ত্রিসাব চুপসেই থাকেন তবে মাঝেমধ্যে..হঠাত করে দৃশ্যমান হলেই সাধারণ মানুষের উপর বাড়তি দ্রব্য মূল্যের চাপ।

বানিজ্য মন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, প্লিজ, চুপ থাকুন, আপনার ক্ষেমতা তো আড়াই বছর দেখা হয়েছে। এবার খেন্ত দিন। বাজারে নিত্য পন্যের মূল্য নিয়ে মানুষের এখন মরণদশা তাতে আর ঘি ঢালবেন না। আপনার উপদেশ আর ব্যঙ্গ কৌতুক দিয়ে লোক হাসবেন না .... আমাদের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ......

কাজী ইনসান
kaziensan@gmail.com


 

[প্রথমপাতা]

 

 

 

>>লেখকের অন্যান্য লেখা