[প্রথমপাতা]

 

 

বদরুল বোরহান-এর এক গুচ্ছ ছড়া:
 

 

(১) একটি জিজ্ঞাসা

স্বাধীনতার অনেক বছর
এলাম যখন পেরিয়ে,
পেছন দিকে চোখ ফেরালাম
সব বেড়াজাল এড়িয়ে।

এসিডদ্বগ্ধা বুবু আমার
সেই যে গেলেন হারিয়ে,
অপরাধীর হয়নি সাজা
সে নাকি হয় কার "ইয়ে"।

বাবা নিখোঁজ সন্ত্রাসে আর
ভাইয়া মাতেন নেশাতে,
বাকহারা মা জায়নামাজে
দুই হাত তোলেন এশাতে।

লাভের খাতায় প্রাপ্তি শুধু
লাল-সবুজের পতাকা,
আমার কাছে এ পতাকার
মূল্য এখন ক'টাকা?
***********

(২) অগ্নিগিরি

ভার্সিটিতে পড়তে গিয়ে
বুবু হলেন ধর্ষিতা,
জেনে গেছে বিশ্ববাসী
এবং পাড়া-পড়শী তা।

তাতেই নাকি অপরাধীর
পূর্ণ হলো সেঞ্চুরি,
সে লজ্জা ঢাকতে বুবু
নিজের বুকে দেন ছুরি।

এ লজ্জা রাখবো কোথায়?
কেমন করে ঢাকবো?
আমার বুকের অগ্নিগিরি
ক'দিন চেপে রাখবো?
***********

(৩) কি লাভ হ'লো

বায়ান্নতে বাবা শহীদ
একাত্তরে ভাইয়া,
সেই শোকে মা বাক হারালেন
থাকেন কেবল চাইয়া।

ধর্ষিতা বোন মরলো শেষে
বিষের বড়ি খাইয়া,
বেকারত্বের গ্লানি বুকে
আমি নেশার নাইয়া।

জীবমৃত হ'য়ে আছি
সব কিছু হারাইয়া,
কি লাভ হলো রক্তে কেনা
স্বাধীনতা পাইয়া?
 

 

[প্রথমপাতা]