প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

৯ লক্ষ ৩০ হাজার জাপানি টিনএজার ইন্টারনেটে আসক্তঃ জরিপ

 

 

কমিউনিটি রিপোর্ট ।। সেপ্টেম্বর ৩, ২০১৮ ।।

জাপানের টিনএজার'রা দিনদিন ইন্টারনেটের প্রতি মারাত্মক রকমের আসক্ত হয়ে পড়েছে, জুনিয়ার হাইস্কুল এবং হাইস্কুলের ৯ লক্ষ ৩০ হাজার ছাত্রছাত্রী ইন্টারনেটের মাত্রাতিরিক্ত ব্যবহার করছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে।

২০১৩ সালে পরিচালিত জরিপের তুলনায় এই সংখ্যা দ্বিগুন এবং ছাত্রদের তুলনায় ছাত্রীরা অনেক বেশি মাত্রায় ইন্টারনেটের উপর নির্ভরশীল। জরিপকারী দলটি বলেছে স্মার্টফোন গেম এবং সামাজিক নেটওয়ার্ক গুলোর ব্যাপকতা এর পেছনে ভূমিকা রেখেছে।

ইন্টারনেটে আসক্তি তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিঘ্নিত করছে। এই নির্ভরতা তাদেরকে সঙ্গবিমুখ কিম্বা পরিবারের প্রতি সহিংস করে তুলছে এবং তাদের মস্তিস্কও এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও বিষাদগ্রস্ততার মতো মনোরোগ দেখা দিতে পারে।

স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ১০৩টি জুনিয়ার হাইস্কুল এবং হাইস্কুলে এই জরিপ পরিচালনা করে। কিয়োদো।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]