[প্রথমপাতা]

 

 

টোকিওতে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপিত

 


শুরু থেকে

 

কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ২৪, ২০১৩ ।।

বায়ান্নের মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের বিরল আত্মত্যাগের কথা সকৃতজ্ঞে স্মরণ করে ও তাঁদের প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে, গেল ২১ ফেব্রুয়ারি '১৩, টোকিওতে "বাংলাদেশ ও বাঙালির" অতুলনীয় অর্জন "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" পালিত হয়। ১৬ জুলাই ২০০৬ এ টোকিওর প্রাণকেন্দ্র ইকেবুকুরোর নিশিগুচি উদ্যানে প্রতিষ্ঠিত শহীদ মিনারে সেদিন ভোরের আলোর সাথে-সাথে হাড় কাঁপানো তীব্র শীতকে অনেকটা উপেক্ষা করেই, প্রবাসী বাঙালিরা একে-একে উপস্থিত হতে থাকেন। জাপানে বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন "উত্তরণ ও স্বরলিপি"র সুপরিচিত শিল্পীদের ভরাট গলার সুরে সাধারণ বাংলাদেশিরাও গেয়ে ওঠেন- আলতাফ মাহমুদের একুশের সেই চিরজীবি গান- "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?"।

সকাল সাড়ে ৭টায় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সাথে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সর্বপ্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর ভাষা শহীদদের প্রতি সীমাহীন সম্মান জানিয়ে, সারিবদ্ধ ভাবে বিভিন্ন সংগঠন ফুল নিয়ে এগিয়ে আসে। একুশের ঝরঝরে সকালে টোকিও শহীদ মিনারে সেদিন রকমারি পুষ্পস্তবক অর্পন করে- বাংলাদেশ আওয়ামী লীগ -জাপান শাখা, বৈশাখী মেলা কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল -জাপান শাখা, সার্বজনীন পূজা কমিটি, জাতীয় পার্টি -জাপান শাখা, মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি, জাপান, বাংলাদেশ চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ জাপান, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম -জাপান, মাসিক দশদিক, উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ, শহীদ পরিবার, জাপান, স্বরলিপি কালচারাল একাডেমি, যুবদল -জাপান শাখা, প্রবাস প্রজন্ম, বৃহত্তর নোয়াখালী সোসাইটি -জাপান, ছাত্রদল -জাপান শাখা, বাংলাদেশ ক্লাব, এন. কে. ইন্টারন্যাশনাল, ম্যাগাজিন সাপ্তাহিক, রিও ইন্টারন্যাশনাল সহ আরো কয়েকটি সংগঠন।

অতঃপর উপস্থিত অন্যান্যরাও একে-একে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা জানান। শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- তোশিমা ওয়ার্ডের ডেপুটি মেয়র মাসাহিকো মিজুশিমা ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। প্রসঙ্গত, টোকিওর গুরুত্বপূর্ণ স্থান ইকেবুকুরোতে "শহীদ মিনার" নির্মাণ করার পেছনে "তোশিমা ওয়ার্ডে"র বিশেষ অবদান চিরস্মরণীয়। সেদিনের প্রভাত ফেরীর আনুষ্ঠানিকতার ফাঁকে-ফাঁকে জামায়াত ও রাজাকার বিরোধী সাম্প্রতিক গণআন্দোলন এবং মুক্তিযুদ্ধের সঠিক চেতনাকে সমুন্নত রাখার স্বপক্ষে দেয়া নানা ধরণের অভিনব শ্লোগানও ছিলো- অনেকের জন্যে সত্যিই উদ্দীপক।

সবশেষে এশিয়ান বিজনেস নেটওয়ার্ক (A.B.N.) এর পক্ষ থেকে শীতের হিমেল সকালে প্রত্যাশিত চা-বিস্কুটের আয়োজন করা হয়।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]