প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Sunday, May 11, 2025 22:40 |

 

 

জাপানে চাঁদপুর সোসাইটির নতুন কমিটি ঘোষণা

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

জাপানে চাঁদপুর সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৭ এপ্রিল রোববার টোকিওর আকাবানে বিভিও হলে অনুষ্ঠিত কমিটির সভায় কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। ১ বছর (২০২৫/০৪/২৭ - ২০২৬/০৪/২৬) মেয়াদের জন্যে নতুন কমিটিকে নির্বাচিত করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী এম ডি এস আল আমিন। সহ সভাপতি হয়েছেন বি এম মিরাজ ও মাইনুল চৌধুরি কাইজার। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আনোয়ার সরকার, সাংগঠনিক সম্পাদক আহমাদ উল্লাহ (সাদী), যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আমীন ও শাহীন কিবরিয়া, অর্থ সম্পাদক মোঃ শামীম প্রমুখ।

এ ছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন- ডঃ আশির আহমেদ, মোঃ বজলুর রহমান, জাহিরুল হক, মুক্তা চৌধুরি, রেজাউল করিম বাপ্পী, কাজী সারোয়ার হাবিব, আহমেদ ফরিদ উদ্দিন, প্রকৌশলী জসিম উদ্দিন, হারুনুর রশীদ, মোঃ জাহিদ হোসেন, ইলিয়াস মুন্সী ও ড. আশরাফ আহমেদ।

সভায় কমিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য অংশগ্রহন করেন।

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]