প্রথমবারের মতো জাপানস্থ চান্দিনা কল্যাণ ফাউন্ডেশন-এর কমিটি গঠন
কমিউনিটি রিপোর্ট ।।
জাপানস্থ চান্দিনা কল্যাণ ফাউন্ডেশন-এর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালে
প্রতিষ্ঠিত সংগঠনটির এবারের আয়োজনটি ছিলো দ্বিতীয় বারের মতো।
ইংরেজী নতুন বছর উপলক্ষ্যে ৫ জানুয়ারি রোববার টোকিওর কিতা সিটি ‘ওজি
হোকুতোপিআ’ হলে আয়োজিত কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা নিবাসী প্রবাসীদের
মিলন মেলায় প্রথমবারের মতো পরিচালনা পর্ষদ গঠিত হয়।
মিলন মেলায় মধ্যাহ্ন ভোজ পূর্ব আলোচনা সভায় বক্তাগন সংগঠন পরিচালনায় একটি
পরিচালনা পর্ষদ গঠনে গুরুত্বারোপ করে সংগঠনকে জাপান এবং বাংলাদেশে চান্দিনা
বাসীর কল্যাণে বিভিন্ন কল্যাণমূলক কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।
মিলন মেলায় সর্ব সম্মতিক্রমে কাজী আরিফ-কে প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ কামাল
আহম্মেদ মোল্লা-কে সাধারন সম্পাদক এবং কে, এম, আমির হোসেনকে সাংগঠনিক
সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি এক বছর মেয়াদে গঠন করা হয় । এছাড়াও ৭
জনকে উপদেষ্টা হিসেবে এক বছর মেয়াদে নির্বাচিত করা হয়। কমিটি ঘোষণা করেন
উপদেষ্টা খাইরুল কবির শামীম । নির্বাচন পরিচালনা করেন আরিফ হোসেন অর্ক ।
এছাড়াও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন
হিগাশিজুজো মসজিদের খতিব মুফতি ইউসুফ আশরাফী।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|