নুর খান আর নেইঃ জাপান প্রবাসে শোকের ছায়া
কমিউনিটি রিপোর্ট ।।
মুন্সিগঞ্জ জেলা নিবাসী জাপান প্রবাসীদের অতি পরিচিত মুখ নুর খান নেই । "ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
ফুসফুসের জটিল সমস্যা নিয়ে বাংলাদেশে ঢাকার ‘আজগর আলী হাসপাতালে’
চিকিৎসাধীন অবস্থায় ১৩ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ১১.৪৫-এ তিনি
ইন্তেকাল করেছেন।
তার মৃত্যু সংবাদে জাপান প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দলমত ,
ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের শোক প্রকাশ করেন।
মুনশিগঞ্জ জেলার, শ্রীনগর উপজেলার শ্রীনগর ইউনিয়নের দেউলভোগ গ্রামের
প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিক খানের একমাত্র পুত্রসন্তান নুর খান রনি ২০০৬ সালে
জাপান আসেন। তার পিতা রফিক খানও এক সময় জাপান প্রবাসী ছিলেন।
ছাত্রজীবন থেকেই রনি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলেন। এই জন্য তাকে
ছাত্রাবস্থায় জেলেও যেতে হয়েছে। জাপানে এসেও রাজনীতি থেকে বিচ্ছিন্ন হতে
পারেননি। জাপান বিএনপি’র রাজনীতিতে সক্রিয় ছিলেন। অত্যন্ত স্পষ্টবাদী হিসেবে
পরিচিত রনি একাধারে যেমন হাসিনা সরকারের কঠোর সমালোচনা করতেন , তেমনি নিজ
দলের ভুলত্রুটি নিয়েও সোচ্চার ছিলেন। আর এইজন্য নিজ দলের মধ্যেও তার
বিরোধিতা কম ছিল না।
তবে, রাজনীতির বাইরে তিনি ছিলেন সবার প্রিয়পাত্র। এমনকি তার কঠোর সমালোচনার
বিরোধী মত এবং দলের লোকরাও শোক জানিয়ে সামাজিক যোগাযোগ স্ট্যাটাস দিয়েছেন।
রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং আঞ্চলিক সংগঠনের সাথে জড়িত
ছিলেন রনি ।
টোকিওর কিতা সিটি হিগাশিজুজো মসজিদ প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা পালন সহ
হিগাশিজুজো মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন।
২ ডিসেম্বর সোমবার তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস যোগে স্বদেশ গমন করেন। ১৯
তারিখ তার জাপান ফিরে আসার কথা ছিল।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|