নিজের করের হাজার হাজার কোটি টাকা মাফ করিয়ে ইউনুস সেই টাকা বিদেশে পাচার
করেছেনঃ জাপানে ভার্চুয়াল বক্তব্যে শেখ হাসিনা
কমিউনিটি রিপোর্ট ।।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন অবৈধ ইউনুস সরকার নিজের টাকা মাফ
করিয়ে সেই হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার
করেছেন। রোববার সন্ধ্যায় জাপানের সাইতামার মিসাতোতে আওয়ামী লীগের এক সভায়
ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
তিনি বলেন, এবার বন্যা হলো, বৃষ্টি হলো কিন্তু ওরা জনগণের পাশে দাঁড়ায়নি,
তারা টাকা তুলেছে ঠিকই কিন্তু সেই টাকা ভূখা ও দুস্থ মানুষদের কাছে পৌঁছায়নি।
ইউনুস বিচারালয় সহ সর্বত্র অবৈধ ভাবে নিজের লোকদের নিয়োগ দিয়েছেন। তারা
বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে দিচ্ছে। কিন্তু আমরা আবারও সঠিক ইতিহাসকে
ফিরিয়ে আনবো। তিনি আরও বলেন, ইউনুস দেশের বিভিন্ন পর্যায়ে জনগণের নির্বাচিত
জনপ্রতিনিধিদেরকে অবৈধভাবে অপসারণ করেছে। তাদের সকলকে এভাবে বিদায় দেওয়ার
অধিকার ইউনুসের নাই। তাদের প্রত্যেককে আবার পুনর্বহাল করতে হবে।
শেখ হাসিনা বলেন, প্রতিদিন আওয়ামী লীগ কর্মীদের লাশ পাওয়া যাচ্ছে, মানুষ
উধাও হয়ে যাচ্ছে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশে জিনিসপত্রের দাম সাধারণ
মানুষের নাগালের একেবারে বাইরে চলে গেছে। সমস্ত পণ্যের দাম কমিয়ে মানুষের
নাগালের মধ্যে আনতে হবে। আমি প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম অথচ কেনো
এখন বিদ্যুৎ নেই। প্রত্যেকের ঘরে ঘরে আবার বিদ্যুৎ দিতে হবে। আমরা যতগুলি
প্রকল্প হাতে নিয়েছিলাম সেগুলির সুফল মানুষ পেয়েছে। অথচ এই সরকার একে একে
সব ধ্বংস করে দিচ্ছে। আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, আমাদের রপ্তানি
কমে যাচ্ছে, রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যার্থতার পরিচয় দিয়েছে এই অবৈধ
সরকার। এই অবৈধ সরকার যা যা করেছে তা সব বাতিল করা হবে, আবার বাংলাদেশের
গৌরব ফিরিয়ে আনা হবে। মুক্তিযুদ্ধের চেতনার, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ
গড়ে উঠবে। এটাই আমাদের সকলের প্রতীজ্ঞা।
হাসিনা বলেন, এই সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে দিচ্ছে, লাখ শহীদের
রক্তের বিনিময়ে যে ইতিহাস তা এই সরকার বিকৃত করে দিচ্ছে। বাংলাদেশ আবার তার
চেতনায় ফিরে আসবে।
এ সময় আওয়ামী লীগ কর্মীরা জানান, জাপানে অবস্থান সত্বেও জাপান আওয়ামী লীগের
৪ জন্যের বিরুদ্ধে দেশে গায়েবী মামলা করা হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জাপান বাংলাদেশের পরম বন্ধু। তারা হজরত শাহ
জালাল বিমানবন্দর এলাকা সম্প্রসারণ, চট্টগ্রামের সমুদ্র বন্দর নির্মাণ সহ
বিভিন্ন উন্নয়নে তারা সহায়তা করেছে। অথচ হোলি আর্টিজনে হামলা করে জাপানি
নাগরিকদের হত্যার অভিযোগে আটক জঙ্গীদের এই অবৈধ সরকার মুক্তি দিয়ে দিয়েছে।
হলে উপস্থিত আওয়ামী লীগ কর্মীরা এ সময় শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন।
শেখ হাসিনা সকলকে ধন্যবাদ দিয়ে ভালো থাকতে বলেন এবং বলেন প্রত্যেককে নিজ
নিজ অবস্থান থেকে আওয়াজ উঠানোর আহ্বান জানান।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|