|
জাপানস্থ গ্রেটার বরিশাল সোসাইটির বর্ধিত সভা অনুষ্ঠিত
শাহাদাৎ হোসেন রুদ্র ।।
অক্টোবর ১১, ২০২২ ।।
৯ অক্টোবর ২০২২ রোববার টোকিওর কাতসুশিকা কু নিকোয়া শিনকোইওয়া হলে গ্রেটার
বরিশাল সোসাইটি জাপান’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মঞ্জুর মোর্শেদ। সভায় উল্লেখযোগ্য
সংখ্যক সদস্য/সদস্য উপস্থিত ছিলেন।
মো:মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় বর্ধিত সভায় মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন
সামছুল হুদা রুমন, মোঃ মাছুম বিল্লাহ , গাজী বশির উদ্দীন , মোঃ নোমান হাওলাদার
, মোঃ রেজাউল করিম , মোঃ শাহ আজম, মোঃ মাহতাব আলম, মোঃ আশাদুল হক , শাহাদাত
হোসেন রুদ্র , মোঃ নজরুল ইসলাম , মোঃ আবু ওহাব , খুরশিদা হোসেন কুমকুম প্রমূখ ।
সভার শুরুতে গত ১৪ আগষ্ট ২০২২ ইং তারিখ যে বিতর্কিত নির্বাচন হয়েছিল সে সম্পর্কে
বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন মোঃ নোমান হাওলাদার ।
তিনি বলেন ,উক্ত নির্বাচনটি সোসাইটির গঠনতন্ত্রের ভিত্তিতে হয়নি এবং নির্বাচনে
কোন রকম নিয়মের তোয়াক্কা না করে, পূর্ব সাজানো ছক অনুযায়ী একটি পাতানো নির্বাচন
করে, নিজেদের খেয়াল খুশী মতো এবং পছন্দের প্রার্থী দিয়ে, বিভিন্ন পদে নাম ঘোষণা
হয় , নিজেরাই ব্যালট পেপার তৈরী করে নিয়ে আসে এবং অপ্রাপ্ত বয়স্কদেরও ভোট
প্রদানের সুযোগ সহ, পুর্ব পরিকল্পিত নীল নকসার আয়োজন ছিল নির্বাচনটি ।
তিনি আরও বলেন যে, উক্ত সময়ে সভাপতি শেখ মঞ্জুর মোর্শেদ উপস্থিত ছিলেন কিন্তু
এমন পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল, তাতে তিনি আত্মসন্মান বজায় রেখে কোন
প্রতিবাদ না করে পরিস্থিতি অবলোকন করেন এবং এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে দস্তখতও
করেন ।
অতএব সেই প্রশ্নবিদ্ধ নির্বাচন বহাল রেখে একটি স্বনামধন্য সংগঠনকে বিতর্কিত করা
ছাড়া আর কিছুই নয়।
বর্ধিত সভায় উপস্থিত সকলে সভাপতি বরাবর পূনরায় নির্বাচনের দাবি তুলেন ।
তারই ধারাবাহিকতায় গঠনতন্ত্র অনুস্মরণ করে চলমান কমিটি বিলুপ্ত করে অন্তর্বর্তী
কালীন একটি আহবায়ক কমিটি গঠন করার প্রস্তাব করা হয় সভায় এবং সভার সকল সদস্যদের
সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এই আহবায়ক কমিটি আগামী নির্বাচন পর্যন্ত সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে এবং
তাদের তালিকা অতিশীঘ্র ঘোষনা করা হবে।
বর্ধিত সভায় সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন
কমিশন গঠন করারও প্রস্তাব গৃহীত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন –
১) মোঃ রেজাউল
ইসলাম।
২) খুরশিদা হোসেন কুমকুম।
৩) মোঃ শাহ আজম।
৪) মোঃ আবু ওহাব এবং
৫) মোঃ আশাদুল হক।
সভাপতি শেখ মঞ্জুর মোর্শেদ-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে বর্ধিত সভার সমাপ্তি ঘটে
।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|