প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Wednesday, May 07, 2025 16:39 |

 

১৩ই এপ্রিল পর্যন্ত নিলামে তোলা চালের ২ শতাংশেরও কম ভোক্তাদের কাছে পৌঁছেছে

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

জাপানের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে যে মার্চ মাসে নিলামে কেনা মজুদ চালের মাত্র ১.৯ শতাংশ, ভোক্তাদের কাছে প্রধান খাদ্যটি বিক্রয়কারী খুচরো বিক্রেতা এবং অন্যান্য দোকানে পৌঁছেছে।

১৩ই এপ্রিল পর্যন্ত বিতরণের অবস্থা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের লক্ষ্য হলো চালের সরবরাহ স্থিতিশীল রাখা।

দুই বারের নিলামে প্রায় ২ লক্ষ ১০ হাজার টন চাল কেনা হয়েছিল সরকারের মজুদ থেকে। মূল পাইকারি বিক্রেতারা গুদাম থেকে পেয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৮শো ৭৯ টন চাল। দ্বিতীয় পর্যায়ের পাইকারকরা পেয়েছে ২০ হাজার ৭৩ টন চাল । খুচরো বিক্রেতা, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে ৪ হাজার ১শো ৭৯ টন চাল। এই পরিমাণ হলো নিলামে তোলা চালের ১.৯ শতাংশ।

ভোক্তাদের কাছে যারা চাল সরবরাহ করে তারা যে পরিমাণ চাল পেয়েছে তা ৩০শে মার্চের পরিমাণের তুলনায় ৩ হাজার ৭০০ টনের বেশি বাড়লেও, নিলামে তোলা মোট মজুদ চালের একটি ক্ষুদ্র অংশ এটি।

কৃষিমন্ত্রী এতো তাকু ৮ই এপ্রিল বলেছিলেন যে জাতীয় মজুদ থেকে চাল ১০ই এপ্রিলের মধ্যে পুরোদমে দোকানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তবে তিনি ১৫ই এপ্রিল জানান, ছোট এবং মাঝারি আকারের সুপারমার্কেট'সহ কিছু খুচরো বিক্রেতা বলেছে যে তারা খুব তাড়াতাড়ি হলে এপ্রিলের শেষ দিক বা মে মাসে চাল বিক্রি শুরু করবে।

মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে চুক্তি সম্পাদনে সময় লাগতে পারে। মন্ত্রণালয় উল্লেখ করে যে আরও চাল ছাড়া হবে, তাই আশা করা হচ্ছে আরও কিছুদিন পরে তা ভোক্তাদের কাছে পৌঁছাবে। এনএইচকে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]