প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Monday, January 13, 2025 15:47 |

 

স্টুডেন্ট ডিসকাউন্টে কম্পিউটার কিনে পুনরায় বিক্রির সাথে জড়িত সন্দেহে ৭ চীনা নাগরিক গ্রেপ্তার

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাত চীনা নাগরিককে জালিয়াতির সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অ্যাপল ইনক এর ল্যাপটপগুলি পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে টোকিওতে শিক্ষার্থীদের ছাড় ব্যবহার করে কম্পিউটার কেনা-বেচা হয়েছে, পুলিশ জানায়।

সাতজনের মধ্যে একজন, সাইতামা প্রিফেকচারে বসবাসরত ৫১ বছর বয়সী ঝাও লি চীনা ড্রাগনের সাথে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, চীনা ড্রাগন গ্রুপটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যখন জাপানি সেনারা চীন থেকে ফিরে আসে তখন চীনে ফেলে যাওয়া তাদের এতিম সন্তানদের দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বংশধরদের নিয়ে গঠিত।

স্নাতক শিক্ষার্থী সহ চীনা নাগরিকরা ২০২৪ সালের মে মাসে টোকিওর জিনজা এলাকার একটি দোকান থেকে ৩.১৩ মিলিয়ন ইয়েন মূল্যের ১১টি ল্যাপটপ সস্তায় কিনে তা পুনরায় বিক্রির ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগে বলা হয়েছে।

অ্যাপলের ছাত্র ছাড় প্রোগ্রামে ক্রয়ের এক বছরের মধ্যে তা পুনরায় বিক্রয় নিষিদ্ধ।

পুলিশ সন্দেহ করছে কেনা আইটেমগুলি বিদেশে পুনরায় বিক্রয় করা হয়ে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের আগস্টের মধ্যে এই গ্রুপটি টোকিও এবং পার্শ্ববর্তী কানাগাওয়া প্রিফেকচারের ছয়টি দোকানে অনুরূপ পদ্ধতি ব্যবহার করে প্রায় ১৩০ মিলিয়ন ইয়েনের মূল্যবান অ্যাপল পণ্য কিনেছিল বলে মনে করা হয়। কিয়োদো।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]