|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Friday, December 27, 2024 16:27 |

 

জাপানের "ব্ল্যাক উইডো" খ্যাত কাকেহি কারাবন্দী অবস্থায় মারা গেছেন

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

জাপানের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম জাপানে হাইড্রোসায়ানিক অ্যাসিড ব্যবহার করে ধারাবাহিক হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত ৭৮ বছর বয়সী মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী চিসাকো কাকেহি বৃহস্পতিবার ওসাকা ডিটেনশন হাউসে মারা গেছেন।

কাকেহি'কে ২০১২ এবং ২০১৩ সালে তিনজন পুরুষকে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল, নিহতদের মধ্যে ৭৫ বছর বয়সী একজন আইনজীবী সহ তিনি তাদের সকলের সম্পদ নিজে হাতিয়ে নিতে হাইড্রোসায়ানিক অ্যাসিড দিয়ে তাদের হত্যা করেছিলেন এবং ২০০৭ সালে ঋণ পরিশোধ এড়াতে অন্য একজনকে হত্যার চেষ্টা করেছিলেন।

২০২১ সালে সুপ্রিম কোর্ট তার আপিল খারিজ করে দিলে তার মৃত্যুদণ্ড চূড়ান্ত হয়। ২০২২ সালে, তিনি তিনজন নিহতের একজনকে হত্যার জন্য পুনর্বিচারের আবেদন করেন, কিন্তু তা খারিজ করে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে কাকেহিকে তার কক্ষে চিৎ হয়ে শুয়ে থাকতে দেখা যায় এবং পরে হাসপাতালে তার মৃত্যু নিশ্চিত করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জিজিপ্রেস।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]