[প্রথমপাতা]

 

 

 

ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে জাপানে প্রবাসীদের ঘৃনা প্রকাশ


New Page 2


কাজী ইনসানুল হক ।। মার্চ ১৮, ২০১৩ ।।

সম্প্রতি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ঘটে যাওয়া হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ সহ বিভিন্ন ধরণের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে গত ১০ মার্চ রোববার সন্ধ্যায় টোকিওর ইকেবুকুরোতে জাপান প্রবাসীরা নিজেদের ক্ষোভ ও সমবেদনা জানাতে সমবেত হয়েছিলেন।

মাত্র কয়েক ঘন্টার প্রস্তুতিতে সার্বজনীন পূজা কমিটি, জাপান আহুত এই অনুষ্ঠানে প্রতিবাদ জানাতে দূর-দূরান্ত থেকে প্রবাসীরা ছুটে এসেছিলেন নিজেদের। দল-মত নির্বিশেষ সবাই সেদিন এই তৎপরতার বিরুদ্ধে তাদের ক্ষোভ ও ঘৃণা জানিয়েছেন। বৈরী আবহাওয়ায় প্রচন্ড বাতাসে টোকিওর বহু ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল, তারপরেও প্রবাসীরা সভাস্থলে হাজির হন।

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন অনুষ্ঠানের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে অনুষ্ঠান শুরুর আগে থেকেই সস্ত্রীক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সার্বজনীন পূজা কমিটির সভাপতি সুখেন ব্রম্ম। তিনি বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার নিন্দা জানান। তিনি ঘটনার জন্যে দায়ীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

তপন কুমার পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন, কিশোর কান্তি বড়ুয়া, মুন্সী খ আজাদ, অঞ্জন কুমার পাল, জাকির জোয়ারদার, আব্দুর রহমান খান, আব্দুর রাজ্জাক, গৌতম মন্ডল, মানিক চক্রবর্তী, কাজী এনামুল হোক, শেখ ওয়াজির আহমেদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, মুকুল মুস্তাফিজ, শরাফুল ইসলাম, সুভাষ দাস, পি আর প্লাসিড, ছালেহ মোহাম্মদ আরিফ, সুনীল রায়, মাসুদ আলম, রায়হান কবির ভুইয়া ,কাজী ইনসানুল হক, খন্দকার আসলাম হীরা,সনথ বড়ুয়া, আলমগীর হোসেন মিঠু, নাসেরুল হাকিম, মাসুদুর রহমান, তানিয়া মিথুন, খোকন নন্দী, মোফাজ্জল হোসেন,কাজী আসগর আহমেদ সানি, রেজাউল করিম রেজা, ফয়সাল সালাহউদ্দিন, কাজী মাহফুজুল হক লাল, মিসেস সোমা জাবিন, এন আলম নিপু, গোলাম মাসুম, রাহমান মনি, বিমান পোদ্দার প্রমুখ। বিপ্লব মল্লিক সহ অনেকেই আয়োজনের জন্য বিশেষ সহযোগিতা করেন।

সবশেষে অনুষ্ঠানে উপস্থিত সবার স্বাক্ষরযুক্ত প্রধানমন্ত্রী বরাবর একটি স্মরকলিপি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়।

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

[প্রথমপাতা]