প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

ভবঘুরে
-------------------------------------
রাহমান মনি



আমি যে এক ভবঘুরে
খবর হলাম দেশটা জুড়ে ।
একুশ আগস্ট গ্রেনেড হামলায়
স্থান পেয়েছি প্রিন্ট মিডিয়ায়।
র‍্যাব, সেনা, পুলিশ বাহিনী
আমায় নিয়ে কি কাহিনী ।
রাষ্ট্রের সব ক্ষমতা দিয়ে
ব্যস্ত সবাই আমায় নিয়ে ,
হয় ক্ষমতার পালা বদল
খ্যাতি তো হয় না বেদখল ।
ঢাকা ছেড়ে কুমিল্লা গিয়ে
রাজনীতিকে ধর্মে নিয়ে ।
হনুমান পায়ে কোরআন দিয়ে
খেলছে তারা রক্ত নিয়ে ।
কুমিল্লা থেকে কক্সবাজার
এমন আরও শহর হাজার,
ঘুরে ফিরি দেশটা জুড়ে
আমি যে এক ভবঘুরে ।
ভবঘুরে হলেও আমার
পকেটটা নয় মোটেই ফাঁকা ,
কাজ না করেও বিনা আয়ে
চলে কি সংসারের চাকা ।
আমিই হলাম দাবার গুটি,
তাইতো আমায় ধরছে টুটি।

 

___________________________________________
টোকিও
২ নভেম্বর ২০২১
 

 
 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]