প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানের ইবারাকি'তে মুসলিম কবরস্থান

 

 

নববর্ষের ছুটিতে দেখে এলাম জাপানের ইবারাকি প্রিফেকচারের নোদা-জোসো-কাসুইয়া তিন শহরের সন্ধিস্থলে অবস্থিত মুসলমানদের কবরস্থান ইয়াওয়ারা মুসলিম গ্রেভইয়ার্ড।(Yawara Muslim Graveyard,Ibaraki.Japan)(734-1,Sakatemachi,Joso,Ibaraki 303-004)

টোকিওর ওৎসুকা মসজিদ(Japan Islamic Trust Masjid Otsuka)মুলত: এটির দেখভাল করে। জাপানে বসবাসরত জাপানী মুসলিম সহ প্রবাসী মুসলমানদের মৃত্যু হলে ,পরিবারবর্গ সামথ্য অনুযায়ী স্বদেশে লাশ পাঠান(খরচ কমপক্ষে দশ লক্ষ ইয়েন) যারা জাপানে শরিয়তমতো প্রিয়জনকে সমাধিস্থ করতে চান তাদের জন্য এই কবরস্থানের ব্যাবস্থা। এখানে কবরের জায়গা বিনামুল্যে হলেও কবর খোড়া,কবরে শায়িত করা,নাম ও মৃত্যুদিন খোদিত পাথরের এফিটাফ ও রক্ষনাবেক্ষনের জন্য একলক্ষ পয়ত্রিশ হাজার ইয়েন হাদিয়া নেয়া হয়। কৃতজ্ঞতা জানাই JIT Otsuka masjid কতৃপক্ষ ও ট্রাস্টের প্রানপুরুষ হারুন ভাইকে(যিনি আমারও দীর্ঘসময়ের বন্ধূ)যাদের উদ্যোগে এই কবরস্থান নির্মান সম্ভব হয়েছে।

তথ্য ও যোগাযোগ: JIT Otsuka Masjid ফোন০৩-৩৯৭১-৫৬৩১, মোবাইল:০৯০-২৪৫৫-৬২৫৩

মৃতব্যাক্তির সৎকারের জাপানী আইনী সহযোগীতা,শবদেহ সংরক্ষন,স্বদেশে পাঠানো কিংবা জাপানে সমাধীস্ত করার জন্য অভিজ্ঞ ও নির্ভরযোগ্য Totensha Funeral Home, Tel. 03-3478-1444, Fax. 03-3478-1594, Mobile 090-3222-0731 Yoshida San.

এখানে মূল ফটকে জাপানীদের মৃতদেহ সংরক্ষনের বিশাল ব্যাবস্থা। ভেতরে দেওয়াল ঘেরা অংশে মুসলিম কবরস্থান। প্রায় দূই শতাধিক ব্যাক্তির কবর হয়ে গেছে।

স্নেহভাজন লিটন সহ আমরা মাগরিব ওয়াক্তে সে কবরে যাই । জনহীন নীরব পরিবেশে কবর জিয়ারত করি। পরিচিত বেশ কজনার কবরে তাদের নাম খোদিত থাকায় চিনতে পারি। অতি সম্প্রতি সমাধিস্ত দুটি কবরও চোখে পড়ে।

ইবারাকির এই মুসলিম কবরস্হান ছাড়াও একজন জাপানীর সহযোগিতায় শিজুওকা প্রিফেকচারের শিজুওকা শহর ও ইয়ামানাশি প্রিফেকচারে মুসলিম কবরস্থানের ব্যাবস্থা রয়েছে। সেখানে বেশ অনেককে সমাহিত করা হয়েছে।পাশাপাশি কোবে'তেও মুসলিম কবরের বিশেষ ব্যাবস্থা আছে। জাপান মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটিও নিজেদের উদ্যোগে একটি কবরস্থান স্থাপনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

একদিন আমাদের সবাইকে এই কবরে শায়িত হতে হবে ভাবতে ভাবতে ঘরের পানে ফেরা।

কাজী ইনসানুল হক
টোকিও

 
 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]