|
আওয়ামীলীগ জাপান শাখা নতুন কমিটি ঘোষণা
কমিউনিটি রিপোর্ট ।।
নভেম্বর ২৫, ২০১৯ ।।
বাংলাদেশ আওয়ামীলীগ জাপান শাখার নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। বর্তমান
কমিটির সভাপতি সালেহ মোঃ আরিফ এবং সাধারন সম্পাদক খন্দকার আসলাম হিরা'কে
যথাক্রমে নতুন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে পুনঃনিয়োগ দেয়া হয়েছে।
সাবজেক্ট কমিটির চেয়ারম্যান বাদল চাকলাদার জাপান আওয়ামীলীগ সম্মেলন ২০১৯ এ ঘোষণা
দেন।
২৪ নভেম্বর রোববার টোকিওর কিতা সিটি তাকিনোগাওয়া বুনকা সেন্টার-এ আয়োজিত
সম্মেলন ২০১৯ এ ঘোষণা দেন।
এর আগে বিদায়ী সভাপতি এবং সাধারন সম্পাদক বিদায়ী বক্তব্য রাখেন।
সভাপতি হিসেবে সালেহ মোঃ আরিফ পুনঃনির্বাচিত হলেও তাকে প্রতিদ্বন্দ্বিতার
মাধ্যমে নির্বাচিত হতে হয়েছে । তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক কমিটির সিনিয়র
ভাইস প্রেসিডেন্ট সনত কুমার বড়ুয়া। তবে সাধারন সম্পাদক খন্দকার আসলাম হিরার কোন
প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।
এ ছাড়াও নব নির্বাচিত সভাপতি এবং সাধারন সম্পাদক ও সাবজেক্ট কমিটির সকল
সদস্যেদের উপরপূর্ণ কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয় একই সভায়।
যুগ্ম সম্পাদক মোল্লা ওহিদুল ইসলাম এর পরিচালনায় এবং বাদল চাকলাদারের সভাপতিত্বে
সম্মেলনে আওয়ামীলীগ নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ও
স্থানীয় মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করা হয়। কোরআন তেলোয়াত
করেন মুক্তা চৌধুরী। এরপর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান ও স্বাধীকার আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে
দাঁড়িয়ে এক মিনিট সন্মান প্রদর্শন করা হয়। নতুন কমিটির সভাপতি এবং সাধারন
সম্পাদক কে ফুলেল অভিনন্দন জানান যথাক্রমে ব্যবসায়ী চৌধুরী শাহীন এবং
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাম্মী আকতার বাবলী।
শুভেচ্ছা জানানো শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন সাবজেক্ট কমিটি
এবং নব নির্বাচিত নেতৃবৃন্দ । দ্বিতীয় বারের মতো সভাপতির দায়িত্ব পাওয়ার পর
সালেহ মোঃ আরিফ শুভেচ্ছা বক্তব্যে দৃঢ়তার সাথে আগামী ৩ বছর দায়িত্ব পালনকালে
নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই তাদের হাতে দায়িত্ব
পরিবর্তনের আশ্বাস দেন। এই জন্য তিনি দলীয় নেতাকর্মী, সাংবাদিক সমাজ সহ
সর্বস্তরের প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
এরপর নতুন কমিটিকে অভিনন্দন ও সাফল্য কামনা করে প্রবাসী নেতৃবৃন্দ শুভেচ্ছা
বক্তব্য রাখেন। উল্লেখ্য গত ৬ অক্টোবর ২০১৯ একই হলে আওয়ামীলীগ জাপান শাখার
কার্যকরী পরিষদের সভায় সর্ব সম্মতিক্রমে বাদল চাকলাদার কে চেয়ারম্যান করে নয়
সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি গঠন করে নতুন কমিটি ঘোষণার পূর্ণ দায়িত্ব দেয়া হয়।
সাবজেক্ট কমিটি একাধিকবার সভা করে একমাস দশদিন পর ১৬ নভেম্বর ‘১৯ (৫ম সভা)
নিজেদের মধ্যে ব্যালট নির্বাচনের মাধ্যমে ৫-৩ ভোটে সালেহ মোঃ আরিফ কে নির্বাচিত
ঘোষণা করা হয়। একজন সদস্য দেশে থাকায় তিনি ভোটদান থেকে বিরত থাকেন।
সাবজেক্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ হারুন উর রশীদ, মোঃ মাসুদুর রহমান,
মোল্লা ওহিদুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক, রায়হান কবীর সুমন, বিমান কুমার
পোদ্দার, আহসান শামীম যোশেফ এবং মোঃ জহিরুল ইসলাম।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|