|
জাপান প্রবাসী সজল বড়ুয়ার হাত ধরে চট্টগ্রামে জাপানী ভাষা শিক্ষাএকাডেমী
“তানোশি (আনন্দ) জাপানী ভাষা শিক্ষা একাডেমি”র উদ্বোধন
কমিউনিটি রিপোর্ট ।।
নভেম্বর ১৯, ২০১৯ ।।
দীর্ঘদিন জাপান প্রবাসী ,বিশিষ্ট সাহিত্য কর্মী ,সাংস্কৃতিক সংগঠক,বাংলাদেশের
একাধিক জাতীয় দৈনিক ও সাপ্তাহিক সাময়িকীর জাপান প্রতিনিধি হিসেবে দায়িত্বরত
সাংবাদিক, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরামের সাবেক সভাপতি, জাপানের বাংলা কাগজ
“মানচিত্র” ও “পরবাস” এর সম্পাদক মন্ডলীর সদস্য ও জাপানের কমিউনিটি নিউজ এর
সাবেক উপদেষ্টা সম্পাদক সজল বড়ুয়া চট্টগ্রামে নতুন জাপানী ভাষা শিক্ষা একাডেমী
প্রতিষ্ঠা করলেন।
গেল ১ অক্টোবর'১৯, এ.জি চার্চ স্কুলে Tanoshii Japanese Language Academy (
তানোশি জাপানি ভাষা একাডেমী) সঠিক ও সহজ পদ্ধতিতে জাপানি ভাষা শেখানোর দৃঢ়
প্রত্যয়ে,চট্টগ্রামে তাদের কার্যক্রম শুরু করে।
ছোট্টমনি ঐশি'র কেক কাটার মাধ্যমে ভাষা একাডেমীর শুভ-সূচনার পর, ইকবাল ইবনে
মালেক'র উপস্থাপনায় আটপৌরে সেই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন--দৈনিক
আজাদী'র সিনিয়র সাংবাদিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী, বিশিষ্ট শিক্ষাবিদ
ড.আলফ্রেড অধিকারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক
প্রণব মিত্র, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ-চট্টগ্রাম'র সাধারণ সম্পাদক
অনুপ সাহা, প্রাক্তন উর্ধ্বতন অডিট কর্মকর্তা উদয়ন বড়ুয়া, লালন গবেষক স্বপন
মজুমদার, চিত্রশিল্পী জাবের আহমেদ চৌধুরী ও তানোশি জাপানি ভাষা একাডেমী'র
পরিচালক সজল বড়ুয়া। এরপর আপ্যায়ন শেষে জাপানি ভাষা কোর্সের প্রথম ব্যাচের
পাঠদান শুরু করা হয়।
ইতিমধ্যে জাপানী ভাষা শিক্ষায় আগ্রহীরা সেখানে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করছেন।
সজল বড়ুয়া ক'বছর আগে স্বদেশে ফিরে যান ও দেশে নানা সাংস্কৃতিক কর্মকান্ডে
নিজেকে ব্যাস্ত করে ফেলেন।
বন্ধু ও সহকর্মীরা সজল বডুয়ার নতুন প্রতিষ্ঠিত জাপানী ভাষা শিক্ষা একাডেমীর
সার্বিক সাফল্য কামনা করেছেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|