[প্রথমপাতা]

 

 

 

ফুকুওকায় বাংলাদেশ ডে' উদযাপন

 

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ৭, ২০১০ ।।

রবিবার দক্ষিন জাপানের কিউশুর ফুকুওকায় উদযাপন করা হলো বাংলাদেশ ডে। বাংলাদেশের সাংস্কৃতিকে এ দেশে তুলে ধরাই ছিল বাংলাদেশ ডে'র লক্ষ্য। সর্বস্তরের প্রচুর জাপানি সহ বিভিন্ন দেশের লোকজন এ অনুষ্ঠান দেখতে উপস্থিত হন।
 


স্থানীয় মিডিয়াতেও বাংলাদেশ ডে' ব্যাপক প্রচার পায়। ফুকুওকার প্রায় সকল পত্রিকাতেই বাংলাদেশ ডে'র খবর উল্লেখ করা হয়। এফবিএস টিভি সন্ধ্যায় বাংলাদেশ ডে'র অনুষ্ঠান সম্প্রচার করে। নিশি নিপ্পন ও আসাহি শিম্বুন এ নিয়ে ফিচারও বের করে। ইয়োমিউরি এ মাসের শেষে এ নিয়ে একটি বড় আকারের রিপোর্ট করবে বলে জানা গেছে।

স্থানীয় কোকুসাই কোরিউ সেন্টার অনুষ্ঠানটি আয়োজনে বিশেষভাবে সহযোগিতা করে।

স্থানীয় বাংলাদেশিরা অনুষ্ঠানটির সফল আয়োজনে দারুনভাবে উৎসাহিত হয়েছেন। তারা এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো বড় করে কিছু করার ইচ্ছা ব্যক্ত করেছেন।

 

[প্রথমপাতা]