প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

সাইতামা'তে স্বামীর হাতে বাংলাদেশী গৃহবধু খুন

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মার্চ ১০, ২০১৯ ।।

সাইতামা প্রিফেকচারে ৪০ বছর বয়স্ক এক বাংলাদেশী মহিলা তার অ‌্যাপার্টমেন্টে নিহত হয়েছেন। পুলিশ বলেছে তার ৫১ বছর বয়স্ক স্বামী ছুরি দিয়ে তার ঘাড়ে আঘাত করে হত্যা করেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শামীমা আকতার (৪০) সাইতামা'র মাৎসুশিগে-চো'র একটি অ‌্যাপার্টমেন্টের বাস করতেন। তার ভাই তার নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পুলিশকে খতিয়ে দেখতে অনুরোধ জানালে হত্যাকান্ডের ঘটনা প্রকাশ পায়।

৮ মার্চ সন্ধ্যায় পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে তার স্বামী শাহাদাত হোসেন (৫১)কে আটক করে, কর্মহীন শাহাদাত ছুরি দিয়ে স্ত্রীর ঘাড়ে আঘাত করে হত্যা করেন বলে সন্দেহ করা হচ্ছে।
 

মার্চের ৭ তারিখ বৃহস্পতিবার আকতারের ভাই পুলিশকে জানান তিনি এই দম্পতির সাথে যোগাযোগ করে পাচ্ছেন না। পুলিশ অনুসন্ধানে নেমে জানতে পারে টোকিও'তে ট্রেনে এক ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেছে এবং তিনি হাসপাতালে রয়েছেন, তিনিই শাহাদাত হোসেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

৮ তারিখ শুক্রবার ভোরে পুলিশ দম্পতির বাড়িতে অভিযান চালালে আকতারের মৃতদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে।

শাহাদাত হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন। পুলিশ হত্যাকান্ডের বিস্তারিত কারণ খতিয়ে দেখছে।

পাশের একটি কক্ষে বসবাসরত ৮০'র কোঠায় বয়সী এক ব্যক্তি জানান "হত্যাকান্ড সংঘটিত হওয়া কক্ষে এক বিদেশী দম্পতি থাকতেন, আমি খুবই অবাক হচ্ছি কেননা তাদের মধ্যে বেশ মিল ছিলো বলেই মনে হতো।"  নিফিনিউজ / এনএইচকে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]