[প্রথমপাতা]

 

 

 

গ্রেটার নোয়াখালী সোসাইটির বিজয় দিবস উদযাপন
 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ২১, ২০১০ ।।

মহান বিজয় দিবস উপলক্ষে জাপানের গ্রেটার নোয়াখালী সোসাইটি এক আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। ১৯শে ডিসেম্বর রোববার আকাবানে বুনকা সেন্টার বিভিও হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশ দূতাবাসের বানিজ্যিক কাউন্সিলর মোঃ রাশিদুল ইসলাম।
 


সোসাইটির সভাপতি এইচ এম তসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন জাকির হোসেন জাকির। আলোচনায় অংশ নেন গোলাম সারোয়ার, সহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, সহিদুল আলম, কাজী এনামুল হক, রাহমান মনি, মুক্তিযোদ্ধা অজিত বড়ুয়া, নূর-এ-আলম, মীর রেজাউল করিম রেজা, শিকদার সাগর, কাজী ইনসানুল হক, জাকির হোসেন, নাজমুল ইসলাম ভুঁইয়া, জাফরুল হাসান, নবী উল্লাহ্‌ আসিফ, এমডি রাশিদুল ইসলাম প্রমূখ। কানায় কানায় দর্শকপূর্ণ হলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আঞ্চলিক ও ব্যবসায়ী নেতারা ছাড়াও স্থানীয় মিডিয়া পরবাস, দশদিক, সাপ্তাহিক ও কমিউনিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সভাপতি তসলিম উদ্দিন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি টানেন।
 


আলোচনা পর্বের পরে স্থানীয় সাংস্কৃতিক গ্রুপ প্রবাসীদের প্রিয় "উত্তরণ" এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সবশেষ অতিথিদের নৈশ ভোজে আপ্যায়িত করা হয়। হরেক রকম সুস্বাদু খাবারের মধ্যে ছিল বিভিন্ন রকমের ভর্তা, গরুর মাংস, খাসীর মাংস, বুটের ডাল ইত্যাদি। অতিথিরা স্বাদের ভুয়েসী প্রশংসা করেন।

 
 

[প্রথমপাতা]