প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিট

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

জাপানের শিক্ষকরা বিশ্বে সবচেয়ে ব্যস্তঃ ওইসিডি

 


কমিউনিটি রিপোর্ট ।। জুন ১৯, ২০১৯ ।।

ওইসিডি পরিচালিত এক জরিপে উল্লেখ করা হয়েছে বিশ্বে জাপানের শিক্ষকরাই সবচেয়ে ব্যস্ত, এর অন্যতম একটি কারণ পাঠক্রম বহির্ভূত কার্যক্রম।

অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট শিক্ষক এবং নেতৃবৃন্দের উপর প্রতি ৫ বছর পরপর এই জরিপ পরিচালনা করে।

৪৮টি দেশ এবং অঞ্চলের উপর গত বছর জরিপটি করা হয়। জাপানের প্রায় ৭ হাজার প্রাথমিক এবং জুনিয়ার হাইস্কুল শিক্ষক জরিপে অংশ নেন।

জরিপের ফলাফলে দেখা যায় জাপানের শিক্ষকরা প্রতি সপ্তাহে ৫৬ ঘন্টা কাজ করেন যেখানে বিশ্বে গড় কর্মঘন্টা ৩৮.৩।

জাপানি শিক্ষকরা অন্যান্য দেশ ও অঞ্চলগুলির মতো ১৮ ঘণ্টা শিক্ষাদান কাজে ব্যয় করেন।

কিন্তু তারা ৭.৫ ঘন্টা বা গড়ের চারগুন বেশি সময় ব্যয় করেন পাঠক্রম বহির্ভূত কার্যক্রমে। জাপানের শিক্ষকরা কাগজপত্রের কাজে গড়ের দ্বিগুন সময় ব্যয় করেন। এনএইচকে। 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]

.