প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানে জাতীয় শোক দিবস পালিত

 

 

কমিউনিটি রিপোর্ট ।। আগষ্ট ১৬, ২০১৮ ।।

জাপানে পালিত হয়েছে ৪৩তম জাতীয় শোক দিবস ২০১৮ । জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতের নেতৃত্বে জাপান প্রবাসী বাংলাদেশীরা । এসময় দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত থেকে শ্রদ্ধা অর্পণে অংশ নেন।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালনের উদ্দেশ্যে টোকিওস্ত বাংলাদেশ দুতাবাস এক কর্মসূচি গ্রহন করে।

সকাল এবং বিকালের আয়োজনে সকালের অনুষ্ঠানমালার মধ্যে ছিল , জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিতকরন , জাতির জনক ও শাহাদাতবরণকারী তাঁর পরিবারের সদস্যবৃন্দের স্মরণে একমিনিট নিরবতা পালন , বিশেষ মোনাজাত , দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি , মাননীয় প্রধান মন্ত্রী , পররাষ্ট্রমন্ত্রী , পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বানী সমূহ পাঠ , মান্যবর রাষ্ট্রদূত কর্তৃক বক্তব্য প্রদান এবং জাতীয় শোক দিবসের দিবসের তাৎপর্য , বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর অসামান্য অবদানের উপর আলোচনা সভা ।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি , মাননীয় প্রধান মন্ত্রী , পররাষ্ট্রমন্ত্রী , পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বানী সমূহ পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডঃ সাহিদা আক্তার , কমার্স কাউন্সেলর মোহাম্মদ হাসান আরিফ , দূতাবাস কাউন্সেলর ডঃ জিয়াউল আবেদিন এবং প্রথম সচিব ( শ্রম ) মোঃ জাকির হোসেন ।

দিবসটির তাৎপর্যে প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ জাপান শাখার সভাপতি সালেহ মোঃ আরিফ , মুনশী কে, আজাদ , মোঃ আলাউদ্দিন , মোঃ জয় ইসলাম , মোঃ হাসান , মোল্লা ওয়াহেদুল ইসলাম প্রমুখ ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দূতাবাসের প্রথম সচিব এবং দূতালয় প্রধান মোহাম্মদ জোবায়েদ হোসেন।

এছাড়াও বিকালের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১৫ আগস্ট ১৯৭৫ সালের কাল রাতে জাতির জনক ও শাহাদাতবরণকারী তাঁর পরিবারের সদস্যবৃন্দের স্মরণে একমিনিট নিরবতা পালন , বিশেষ মোনাজাত, জাতির জনক এর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, রাষ্ট্রদূত কর্তৃক বক্তব্য প্রদান, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রামান্যচিত্র প্রদর্শন , স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর অসামান্য অবদানের উপর আলোচনা এবং সব শেষে আপ্যায়ন ।

বিকালের অনুষ্ঠানে জাপানী সুহৃদরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত ছিল।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]