|
বাংলাদেশে বিনিয়োগে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে – "বিডা চেয়ারম্যান কাজী
এম আমিনুল ইসলাম"
কমিউনিটি রিপোর্ট ।। মে ১৯, ২০১৮ ।।
আপনারা যে বাংলাদেশে দেখে এসেছেন বা রেখে এসেছেন , সেই বাংলাদেশ এখন আর নেই ।
বাংলাদেশ অনেক এগিয়েছে । আমলাতান্ত্রিক জটিলতা নেই বললেই চলে । বিনিয়োগের জন্য
বাংলাদেশ এখন বিশ্বে নির্ভরতার এক নাম । কথা গুলো বলেন , বাংলাদেশ ইনভেস্টমেন্ট
ডেভেলপমেন্ট অথোরিটি ( BIDA )'র নির্বাহী পরিচালক কাজী এম আমিনুল ইসলাম। ১৬ মে
বুধবার বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইন জাপান ( BCCIJ ) আয়োজিত
এক সংবর্ধনা অনুষ্ঠানে BIDA নির্বাহী পরিচালক কাজী এম আমিনুল ইসলাম এ কথা বলেন
।
তিনি বলেন , আমরা সম্পূর্ণ ভিন্ন আমেজে বিনিয়োগকারীদের সহযোগিতা দিতে চাই যা
পেয়ে তারা নিজেরাই অবাক হয়ে যাবেন । আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন , বাকী
পথটা আমরাই আপনাদের বাতলে দিব । এই যোগাযোগ , সরাসরি , ফোন , ইমেইল ,ফ্যাক্স বা
যেকোনো পন্থায় হতে পারে । ম্যাসেজ দিয়ে রাখলেও আমরাই আপনাদের সাথে যোগাযোগ করে
নিবো ।
কাজী এম আমিনুল ইসলাম-এর নেতৃত্বে সরকারী এবং বেসরকারি প্রতিনিধিদল জাপান সফর
করে ১৮ মে তারা দেশে ফিরে যান। টোকিও সফরের আগে প্রতিনিধি দলটি ওসাকা সফর করেন
। সফরকারী প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল
মনসুর এমডি ফায়জুল্লাহ (এনডিসি) , এডিশনাল সেক্রেটারি এমডি জাকির হোসেন ,
বাংলাদেশ অর্থনীতি জোন অথোরিটি ম্যানেজার এমডি আহসান উল্লাহ , এনার্জি প্যাক
পাওয়ার জেনারেশন লিমিটেড এর সিইও ও ম্যানাজিং ডাইরেক্টর হুমায়ুন রাশিদ এবং বিডি
নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সিনিয়র করেস্পন্ডেট নুরুল ইসলাম হাসিব প্রমুখ ।
সংবর্ধনা ও নৈশ ভোজে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা , কমার্শিয়াল
কাউন্সেলর মোহাম্মদ হাসান আরিফ , কাউন্সেলর মোঃ জাকির হোসেন , দ্বিতীয় সচিব (
প্রেস সেক্রেটারি ) শিপ্লু রহমান , ব্যাবসায়ী নেতৃবৃন্দ , বিশিষ্ট ব্যাক্তিবর্গ
এবং প্রবাসী মিডিয়া কর্মীগন ।
নৈশ ভোজ পূর্ব এক সংক্ষিপ্ত সভায় বিসিসিআইজে'র পক্ষ থেকে অতিথীদের ফুল দিয়ে বরন
করে নেন মিজানুর রহমান শাহিন , আব্দুর রাজ্জাক এবং শেখ মঞ্জুর মোর্শেদ ।
অনুষ্ঠান পরিচালনা করেন ঠাকুর গুল মোহাম্মদ ( মনি ঠাকুর ) ।
শুভেচ্ছা বক্তব্যে অংশ নিয়ে জাপান প্রবাসীদের প্রিয় মুখ ( জাপানে বাংলাদেশ
দুতাবাসের সাবেক কমার্শিয়াল কাউন্সেলর ) আবুল মনসুর মোঃ ফায়জুল্লাহ বলেন , আমার
কাছে সত্যি ভাল লাগছে যে , এই বিসিসিআইজে সংগঠনটি যখন যাত্রা শুরু করে তখন আমি
কমার্স কাউন্সেলর ছিলাম । সেইদিনের সেই শিশু সংগঠনটি আজ পূর্ণতা লাভ করে এগিয়ে
চলেছে তার স্বমহিমায় । আপনাদের করার অনেক কিছু আছে । তা , নিজের জন্য ,
ব্যাবসায়ীদের জন্য এবং দেশের জন্য ।এই সংগঠনটির মর্যাদা যেমন অনেক , তেমনি
করণীয় ও অনেক । তা আপনাদের অনুধাবন করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করে যেতে হবে।
এছাড়াও অন্যান্যদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সফররত অতিরিক্ত সচিব এমডি
জাকির হোসেন , বাংলাদেশ অর্থনীতি অঞ্চলের অথোরিটি ম্যানেজার এমডি আহসান উল্লাহ
, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এর সিইও ও ম্যানাজিং ডাইরেক্টর
হুমায়ুন রাশিদ প্রমুখ ।
বক্তারা প্রবাসী ব্যাবসায়ীদের উদ্দেশ্য করে বলেন , আপনারা সবাই একেকজন
রাষ্ট্রদূত , জাপানী সমাজের রন্দ্রে রন্দ্রে আপনাদের অবস্থান , আপনারা যেভাবে
এবং যতো সহজে তাদের বুঝতে পারবেন , বিনিয়োগে উদ্ভুদ্ধ করতে পারবেন ততো সহজে আমরা
তা পারবো না । তাই আপনাদেরই এগিয়ে আসতে হবে সবার আগে ।
তারা আরো বলেন , হলি আরটিজানের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা । জাপানীরা ও তা
অনুধাবন করতে পেরেছেন । বিশ্বের বহু দেশেই এরকম একাধিক ঘটনা ঘটে থাকে । তবে ,
এমন ঘটনার পুনরাবৃতি যেনো না ঘটতে পারে আমাদের সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং
জাপানী বন্ধুরাও যেনো এ রকম আশংকা আর না করতে পারে সেই পরিবেশ তৈয়রী করতে হবে ।
বিসিসিআইজে সভাপতি বাদল চাকলাদার তার সমাপনী বক্তব্যে বলেন বাংলাদেশ আসলেই এগিয়ে
যাচ্ছে । তবে , এখনো কিছু আমলাতান্ত্রিক জটিলতা রয়ে গেছে । যোগাযোগ ব্যাবস্থার
উন্নতি করে এইসব জটিলতা দূর করতে পারলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে । এখন বিদেশী
বিনিয়োগকারী খোঁজা হয় , সেই দিন বেশী দূরে নয় , ইনশা আল্লাহ প্রবাসীরা-ই দেশে
বিনিয়োগ করে দেশকে আরো বহুদুর এগিয়ে নিয়ে যাবে । দরকার শুধু অবস্থার উন্নতি করা
, আস্থার পরিবেশ তৈয়রী করা ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|