প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

টোকিও বৈশাখী মেলা অনুষ্ঠিত

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। এপ্রিল ১৭, ২০১৮ ।।

জাপানে সাড়ম্বে পালিত হয়েছে কারি ফেস্টিভ্যাল এন্ড বৈশাখী মেলা ২০১৮ (১৪২৫ বঙ্গাব্দ) ।

১৫ এপ্রিল '১৮ রোববার তোশিমা সিটির ইকেবুকুরো নিশিগুচি পার্ক ( যা প্রবাসীদের কাছে শহীদ পার্ক হিসেবে পরিচিতি লাভ করেছে )-এ অনুষ্ঠিত বাংলা নববর্ষ পালনের এই মেলাতে জাপান প্রবাসীদের স্রোত ছিল চোখে পড়ার মতো । বিকেল ৩.৫০ এর পর তা যেন বাঁধ ভাঙ্গার উপক্রম হয়ে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয় ।

এবারের মেলাতে তরুণদের উপস্থিতি বেশী লক্ষ্য করা গেছে । এই তরুনরা ছাত্র বিধায় অর্ধ বেলা কাজ করে শেষ বেলায় মেলার মাঠে উপস্থিত হলে মেলা প্রাঙ্গণে প্রবাসীদের উপস্থিতি লক্ষ্যনীয় ছিল।

টোকিও বৈশাখী মেলা নামে এবারের আয়োজনটি ছিল ১৯তম। ১৯৯৯ সাল থেকে এখানে মেলাটি শুরু হয় প্রবাসীদের উদ্যোগে ।

মেলাতে বিভিন্ন পসরার মোট ৩০ টি স্টল ছিল । যার মধ্যে ১৯ টি ছিল ভোজন সামগ্রীর। এছাড়া বিনামুল্যে স্বাস্থ পরীক্ষা করানোর জন্য স্টল ছিল।

সকাল ১০ টায় শুরু হয়ে একটানা ৮ ঘন্টা চলে সন্ধ্যা ৬ টায় আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হলেও অনেক রাত পর্যন্ত প্রবাসীরা মেলা প্রাঙ্গনে অবস্থান করে বিভিন্ন আড্ডায় মেতে থাকেন।

মুক্ত অনুস্থান,ছোটদের ছবি আঁকা এবং সাংস্কৃতিক অনুস্থান , জাপানী অনুষ্ঠান ,ভি আই পি সম্বর্ধনা , স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা এবং সবশেষে বাংলাদেশ থেকে আগত শিল্পীদের সংগীত পরিবেশনা দিয়ে অনুষ্ঠান মালা সাজানো ছিল।

এবার বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীরা ছিলেন পাওয়ার ভয়েজ এর শামীম আহমেদ , এবং চ্যানেল আই সেরা আইডল নিশ্চুপ বৃষ্টি । এছাড়া যন্ত্রে ছিলেন রাসেল , সৌরভ ও মিথুন ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি ।

এছাড়াও অন্যান্য বিশেষ অতিথি ছিলেন তোশিমা সিটি পর্যটন পরিষদের প্রতিনিধি হিরোয়ুকি ওয়াতানাবে , তোশিমা সিটি সংস্কৃতি ও বানিজ্য বিভাগীয় প্রধান আকিরা সাইতো , আয়োজক সংগঠন এর পক্ষে ডঃ ওসামু ওতসুবো ।

এছাড়াও জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি কমিটির মহাসচিব ইচিরো সুকাদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারনে তিনি উপস্থিত হতে না পারায় তিনি একটি বানী লিখে পাঠান ।

এবছর বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ প্রবাসী জাপানী বাংলা ব্যান্ড "বাজনা বিতো"র পরিবেশনা দর্শক উপভোগ করেছেন। দলটির নেতৃত্বে ছিল শুনসুকে মিজুতানি এবং মায়ে ওয়াতানাবে ।

বরাবরের মতো এবছরও জাপানী ঢাক পরিবেশনা দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে । কো যু নামক নিহন তাইকো দলটিতে ছোটদের সাথে বড়দের সংমিশ্রন ছিল ।

উত্তরন , স্বরলিপি গানের মাধ্যমে দর্শকদের মন জয় করতে সক্ষম হলেও ব্যর্থ হয়েছেন বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীরা। যদিও স্টেজ এর সামনে কিছু সংখ্যক দর্শক উল্লাসে মেতে ছিলেন ।
 

অনুষ্ঠানটি উপস্থাপনা প্যানেলে ছিলেন জুয়েল আহসান কামরুল, নারমীন হক, নিয়াজ আহমেদ জুয়েল এবং জাপানি অংশে ড. কিনুকাওয়া নোরিকো।


সার্বিক পরিস্থিতি এবং আবহাওয়া পূর্বাভাষের পরিপেক্ষিতে দোদুল্য থাকলেও শেষের দিকে মেলাতে প্রবাসীদের ঢল নেমেছিল ।

দেখা হবে আগামী মেলাতে আশাবাদ ব্যাক্ত করে মেলার সমাপ্তি ঘোষণা করা হয় ।
  
 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]