|
মহান ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উত্তরণ আয়োজিত
আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
কমিউনিটি রিপোর্ট ।।
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ।।
যথাযোগ্য মর্যাদায় মহান ২১শে ফেব্রুয়ারি , আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮
পালন উপলক্ষ্যে জাপান প্রবাসিরা এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
করে। জাপান প্রবাসিদের দ্বারা পরিচালিত অন্যতম সাংস্কৃতিক সংগঠন উত্তরণ
কালাচারাল গ্রুপ বাংলাদেশ এই মহতী আয়োজনের উদ্যোক্তা ছিল ।
২৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় টোকিওর ইতাবাশি সিটির অয়ামা বুনকা কাইকান এ
আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথীর আসন অলঙ্কৃত করেন
বাংলাদেশ দুতাবাসের কাউন্সেলর ( শ্রম ) মোঃ জাকির হোসেন এবং বিশেষ অতিথী
হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ সোসাইটির (এপিএফএস)
প্রতিষ্ঠাতা , বর্তমান উপদেস্টা কাতসুও ইয়শিনারি । এছাড়াও বিভিন্ন রাজনৈতিক
, সামাজিক সাংস্কৃতিক , আঞ্চলিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ , সংস্কৃতি মনা
প্রবাসি এবং জাপানী নাগরীকগন উপস্থিত ছিলেন ।
বিশ্বজিত দত্ত বাপ্পার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই অস্থায়ী শহীদ মিনারে
সারিবদ্ধ্ব ভাবে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধ্বা জানানো হয় । এসময়
উপস্থিত জাপানী নাগরিকরাও শ্রদ্ধ্বা জানান ।
এরপর দিবসটির তাৎপর্যে বক্তব্য রাখেন জাপান শাখা আওয়ামীলীগের সভাপতি সালেহ
মোঃ আরিফ , ডঃ তফাজ্জল হোসেন , প্রধান মন্ত্রী আবে প্রশাসনের প্রমোশন অফ
রেগুলারিটি রিফরম অফিস চীফ ইয়ুজি আনদো , উত্তরণের পক্ষ থেকে এনদো চিযুরো ,
এপিএফএস সভানেত্রী ইয়শিদা , বিশেষ অতিথী কাতসুও ইয়শিনারি এবং প্রধান অতিথী
মোঃ জাকির হোসেন প্রমুখ ।
বক্তব্য পর্বে প্রধান অতিথি মোঃ জাকির হোসেন একটি জাতিকে ধ্বংস করতে হলে
প্রথমেই তার ভাষা উপর আঘাত হানতে হয় । যেটা , পাকিস্তানীরা করতে চেয়েছিল ।
কিন্তু , বাংলার ছাত্র সমাজ তা প্রত্যাখানে বুকের তাজা রক্ত দিয়েছেন ।
তাদের প্রতি বিনম্র শ্রদ্ধ্বা জানাই । ধন্যবাদ জানাই আপনাদেরকে , ব্যাস্ততম
এই জীবনে দেশ কে ভালোবেসে , মাতৃভাষা চর্চা করে বাংলাদেশকে জাপানে তুলে
ধরছেন । দুতাবাস কে দাওয়াত দেয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই ।
বিশেষ অতিথির বক্তব্যে কাতসুও ইয়শিনারি বলেন , মাতৃভাষা হলো , শ্রেষ্ঠ ভাষা
। পাকিস্তান সে অধিকার কেড়ে নিতে চেয়েছিল বলেই আন্দোলন করে রক্তের বিনিময়ে
অধিকার আদায় করেছিল , তাদের শ্রদ্ধ্বা জানাই ।
তিনি আরো বলেন , ১৯১০ সালে এই জাপানেও কোরিয়ান নাগরিকদের কোরিয়ান ভাষায় কথা
বলার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল । এমন কি কোরিয়ান নাম ও রাখা এমন
নির্দেশ দেয়া হয়েছিল । যদিও তা সম্ভব হয়নি ।
সালেহ মোঃ আরিফ বলেন , উত্তরণ জাপানে প্রথম মহান শহীদ দিবস উপলক্ষ্যে
অনুষ্ঠান আয়োজনের শুরু করেছিল । এরপর দ্বিমাসিক পত্রিকা পরবাস বেশ কয়েক বার
২১ শে ফেব্রুয়ারি পালন করেছে । দীর্ঘ বিরতির পর উত্তরণ আবার আজকে আয়োজনটি
করে ভাষা আন্দলনে বীর শহীদদের শ্রদ্ধ্বা জানালো । এইজন্য ধন্যবাদ জানাই ।
আশা করি এই প্রচেস্টা অব্যাহত থাকবে
সাংস্কৃতিক অনুষ্ঠানে উত্তরণের শিল্পীরা দেশাত্ববোধক গান পরিবেশন করেন ।
উত্তরণের শিল্পী ছাড়াও কবিতা আবৃতি করেন , এম এ শাহিন , জুয়েল আহসান
কাম্রুল , কমল বড়ুয়া , ডাঃ তাজবির আহমেদ সাজিদ ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content is strictly
prohibited and constitutes copyright infringement liable to legal
action.
[প্রথমপাতা] |
|