প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

জাপান প্রবাসী মহিলাদের উদ্যোগে চ্যারিটি বাজার

 

 

কমিউনিটি রিপোর্ট ।। নভেম্বর ২১, ২০১৭ ।।

জাপানে প্রথমবারের মতো জাপান প্রবাসী বাংলাদেশী নারীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চ্যারিটি বাজার । আয়োজনটি বাংলাদেশ ওমেন'স এসোসিয়েশন জাপান এর ব্যানারে অনুষ্ঠিত হলেও সর্বস্তরের প্রবাসীরা এতে স্বতস্ফুরতভাবে অংশ নেন ।

মুলত বাংলাদেশে বন্যা দুর্গত অসহায় নারীদের প্রতি সহযোগিতার হাত প্রশস্থ করার জন্য এই মহতী উদ্যোগ । আর তাদের উদাত্ত আহ্বানে সাড়া দেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি নাগরিক । চ্যারিটি বাজার থেকে আয়কৃত পুরোটাই বাংলাদেশের কুড়িগ্রাম অঞ্চলে বন্যা কবলিত এলাকার দুঃস্থ নারীদের পুনর্বাসনের জন্য পাঠানো হবে বলে জানা যায় ।
 


১৮ নভেম্বর শনিবার টোকিওর কিতা সিটি উকিমা ফুরেয়াইকান-এ দিনব্যাপি এই আয়োজনে বাংলাদেশ দুতাবাস কর্মকর্তাগন সপরিবারে উপস্থিত থেকে প্রাবাসী নারীদের এই আয়োজনের প্রতি শতভাগ সমর্থন জানান ।

চ্যারিটি বাজার এ মুলত নারী উদ্যোক্তাদের রকমারি পসরার স্টল থাকলেও এর পেছনের কুশীলবদের সবাই ছিলেন নর-রা ।

চ্যারিটি বাজার মোট ১৭ টি স্টলে নারী উদ্যোক্তারা তাদের পসরা সাজিয়ে বসেন । এই সব পসরার মধ্যে , ফ্যাশন , বুটিক , বই , ঘড়ি , আসবাব পত্র , নিত্য প্রয়োজনীয় সামগ্রী, জুয়েলারী , বাংলাদেশে উৎপন্ন পণ্য সহ জাপানে ঘরে বানানো হরেক রকমের খাবার সামগ্রীর সমাহার ছিল । খাবারের স্টল গুলিতে উপচে পড়া ভীর ছিল লক্ষনীয় । তবে , স্টল মালিকদের সাথে আলাপ করে জানা যায় ,তাদের সকলের লক্ষ্য পূর্ণ হয়েছে । শেষ সময়ে খাবারের স্টল গুলিতে খাবার ও পাওয়া যায়নি । তার আগেই শেষ হয়ে যায় ।

জাপান প্রবাসী নারী উদ্যোক্তারা অনলাইন ব্যাবসা চালিয়ে যাচ্ছেন অনেকেই । যেসব প্রতিষ্ঠান স্টল দিয়েছিলেন তারা হচ্ছেন , বাংলাদেশ ওমেন'স এসোসিয়েসন জাপান (খাবার) , বাংলাদেশ ওমেন'স এসোসিয়েসন জাপান (ফ্রী মার্কেট ) , ভোজন বিলাস ( তানিজা ,লায়লা,স্বপ্না) সুপ্রভা ফ্যাশন হাউজ ( শাড়ী ও ফ্যাশন ) , , ইউনিক ওয়ার্ল্ড ( পোশাক ও জুয়েলারী ) , সাতরং ( পোশাক ) , অপসরার গহনা বাক্স ( জুয়েলারী ) , মীনা বুটিক ( বুটিক ) , দ্যা এঞ্জেল ফ্যাশন ( বুটিক ) , ডেস্টিনি ইনক ( ঘড়ি ) , : নূপুর গ্রন্থজগৎ ( বই ) , জেবি নেট ( স্ন্যাক ) , ফ্লাওয়ার ফাইরিজ বিউটি সালন ( বিউটি পার্লার ) , নাবা মিস্টান্ন এন্ড স্ন্যাকস ( খাবার ) , ফুড কর্নার ( খাবার ) , বি,জে,আই,টি ( বুটিক ) এবং ইরাকই ( পোশাক এন্ড জুয়েলারী ) ।
তনুশ্রী বিশ্বাস এর পরিচালনায় বাংলাদেশ ওমেন'স এসোসিয়েসন জাপান এর অন্যতম উপদেস্টা মুনশী রোকেয়া সুলতানা বাংলাদেশ ওমেন'স এসোসিয়েসন জাপান এর পরিচালনা পর্ষদ এর নাম ঘোষণা করেন । ঘোষণা অনুযায়ী সভানেত্রী হিসেবে জেসমিন সুলতানা কাকলী , সহ সভানেত্রী রুমানা রউফ সোমা , সাধারন সম্পাদক সুবর্ণা নন্দী রিমা , যুগ্ম সম্পাদক আসমা আখতার পারভিন বহ্নি , কোষাধ্যক্ষ সালমা আক্তার লাকী এবং দফতর সম্পাদক রোকেয়া পারবিন তানিয়ার নাম ঘোষণা করেন । এছাড়াও প্রধান উপদেস্টা হিসেবে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং আরেক উপদেস্টা হিসেবে ডঃ সাহিদা আকতার এর নাম ঘোষণা করা হয় ।

বাংলাদেশ ওমেন'স এসোসিয়েসন জাপান কর্তৃক আয়োজিত চ্যারিটি বাজার এ প্রধান অতিথি রাষ্ট্রদূত রাবাব ফাতিমার প্রতিনিধিত্ব করেন দুতাবাসের ইকোনমিক মিনিস্টার ডঃ সাহিদা আকতার । এছাড়াও দুতাবাসের অন্যান্য কর্মকর্তা গন ও উপস্থিত ছিলেন ।

শুভেচ্ছা বক্তব্যে ডঃ সাহিদা আকতার বাংলাদেশ ওমেন'স এসোসিয়েসন জাপান এর এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন , বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে , নারীরা এক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করছেন । বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী , এভাবে স্পিকার , সংসদের বিরোধী দলীয় নেত্রী ও নারী । আমি নিজেও একজন নারী হিসেবে যুগ্ম সচিবের দায়িত্ব পালন করছি । এভাবে বর্তমানে ১৩ জন নারী সচিব পর্যায়ে কর্মরত । কাজেই নারীরা পারেনা এমন কোন কাজ আর নেই ।

চ্যারিটি বাজারে জাপান সফররত বিশিষ্ট ব্যাবসায়ী সোনিয়া এন্ড সুয়েটারস লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর এনায়েতুদ্দিন এমডি, কায়সার খান শুভেচ্ছা বক্তব্যে বলেন , একজন ভাল মা একজন আদর্শ সন্তান জন্ম দিতে পারেন , সেই সন্তান বড় হয়ে দেশ গঠনে ভুমিকা পালন করেন । কাজেই মা অর্থাৎ নারীদের ভুমিকা দেশ গঠনে অগ্রগন্য । চ্যারিটি বাজারের সাফল্য কামনা করে প্রবাসী সমাজের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন মুনশি কে, আজাদ , কাজী ইনসানুল হক , খন্দকার আসলাম হিরা , আব্দুর রহমান , বাদল চাকলাদার , এমডি নাসিরুল হাকিম , মোঃ শাহ্‌ , কাম্রুল আহসান জুয়েল , কাজী আসগর আহমেদ সানী প্রমুখ
বি,সি,সি,আই,জে'র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
কার্যকরী পর্ষদ এর সদস্যরা তাদের অনুভূতি জানিয়ে বক্তব্যে বলেন , বাংলাদেশ ওমেন'স এসোসিয়েসন জাপান এর জন্য নিজেকে নিবেদিত করে জাপানে বাংলাদেশের সুনাম বৃদ্ধি সহ দেশের দুঃস্থ মহিলাদের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাব । তারা সকলের সহযোগিতা কামনা করেন ।

শুভেচ্ছা বক্তব্য শেষে স্বরলিপি কালচারাল একাডেমীর সদসরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ।

বাংলাদেশ ওমেন'স এসোসিয়েশন জাপান আয়োজিত চ্যারিটি বাজার আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র । ৫০০ ইয়েন এর বিনিময়ে র‍্যাফেল ড্র'র টিকেট কিনে অংশ নিতে হয়েছে আগ্রহীদের । আকর্ষণীয় পুরস্কার গুলোর স্পন্সর ছিলেন যথাক্রমে ডেস্টিনি ইনক , জেবি নেট , লিটল এশিয়া ,সানী ( ব্যাক্তিগত ) এবং বহ্নি ( ব্যাক্তি উদ্যোগ ) ।

র‍্যাফেল ড্র'র আকর্ষণীয় প্রথম পুরস্কারটি জিতে নেন সানাউল হক । শিশুদের দিয়ে র‍্যাফেল ড্র' করানো হয় ।

সাফল্যে উজ্জীবিত সংগঠনটি এই ধারা বজায় রাখার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ।

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]