প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

৭ই নভেম্বর পালন করলো জাপান বি এন পি

 

 


কমিউনিটি রিপোর্ট ।। নভেম্বর ১৪, ২০১৭ ।।

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে ঐতিহাসিক ৭ই নভেম্বর পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাপান শাখা ৭ই নভেম্বর ( বিপ্লব ও সংহতি দিবস ) পালন উপলক্ষ্যে জাপান বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে ।

১২ নভেম্বর রোববার টোকিওর কিতা সিটি অউজি হোকু তোপিয়া হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপান বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন । এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন জাপান বিএনপির সাধারন সম্পাদক মীর রেজাউল করিম রেজা , সিনিয়র সহ সভাপতি মোঃ আলমগির হোসেন মিঠু এবং উপদেষ্টা কাজী এনামুল হক ।
 


পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয় । পবিত্র কোরআন তেলোয়াত করেন আবু তাহের রিপন । জাপান বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নুর খান রনির উপস্থাপনায় দিবসটির তাৎপর্যে বক্তব্য রাখেন সেলিম আহমেদ , শাওন আহমেদ , ইমন , সফিকুল আলম সফিক , আবু তাহের রিপন , মাসুদ পারভেজ , হেলাল , সাদেকুল হায়দার বাব্লু , ওমর ফারুক রিপন , মোস্তাফিজুর রহমান জনি , রবিউল আলম , হাইয়ুল ইসলাম , জুয়েল পাঠান , মোঃ আবুল খায়ের , মোল্লা দেলোয়ার , মোঃ আশরাফুল ইসলাম শেলি , কাজী ইনসানুল হক , লিটন মাহমুদ , মোঃ আলমগির হোসেন মিঠু , মীর রেজাউল করিম রেজা , কাজী এনামুল হক , মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ ।

বক্তারা বলেন, ৭ই নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক-জনতা রাজপথে নেমে এসেছিলো জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে। ৭ই নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব তাই অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। এইদিন বলা যায় বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীনতা পায় । যা , ৫ জানুয়ারী ২০১৪ তে আবার খর্ব হয় ।

বক্তারা আরো বলেন , বাঙ্গালী জাতি সংগ্রামী জাতি । সংগ্রাম করেই এইজাতি ব্রিটিশদের তাড়িয়েছে । ১৯৫২ সালে ভাষার জন্য , ১৯৭১ সালের মহান মুক্তিযুধ্ব , ১৯৯০ স্বৈরাচার হটানো সব ই এসেছে আন্দোলনের মাধ্যমে । ইনশা আল্লাহ এই জালিম সরকারও আন্দোলনের মাধ্যমেই বিদায় করে গণতন্ত্র পুনরুদ্ধ্বার করা হবে এবং তা দেশমাতা খালেদা জিয়ার নেতৃত্বেই ।

তারা বলেন , তাদের বিদায় ঘন্টার ধ্বনি ইতোমধ্যে তারা শুনা শুরু করেছে , খালেদা জিয়া দেশে ফিরে আসায় তাদের ভীত কেঁপে গেছে , আর জনস্রোত দেখে রীতিমতো ভড়কে গেছে সরকার । অঘোষিত হরতাল দিয়েও তারা জনস্রোত থামাতে পারেনি। তারা আরো বলেন , অভিভাবকরা যেমন শাসনের মাধ্যমে প্রেমিক – প্রেমিকার সম্পর্কচ্ছেদ করতে পারেনা , তেমনি হামলা মামলা , ভয়ভীতি দেখিয়েও শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের ও হটানো যাবে না । বক্তারা বলেন , দেশে যখনি ক্রান্তিকাল এসেছে , তখনি শহীদ জিয়া কান্ডারী হয়ে শক্ত হাতে হাল ধরেছেন । আজ জিয়া নেই , কিন্তু জিয়ার আদর্শ রয়ে গেছে । দেশমাতা খালেদা জিয়া এবং তারুন্যের অহঙ্কার তারেক জিয়া নেতৃত্বে বাংলাদেশ কে আবার স্বনির্ভর সোনার বাংলা করে গড়ে তোলা হবে । সেইদিন আর বেশী দূরে নয় । আমাদের হতাশ হলে হবে না । আমরা হতাশ নই । রাত যতো গভীর হয় , সকাল ও ততো নিকটে চলে আসে । একটি সুন্দর সকালের জন্য সবাই অপেক্ষায় থাকে । বাংলাদেশের জনগন তেমনি সুন্দর , নিরাপদ , ভোটাধিকার ফিরে পাবার স্বপ্ন নিয়ে গভীর অপেক্ষায় ।

  

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]