প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইন জাপান (বি.সি.সি.আই.জে) বার্ষিক সাধারন সভা ২০১৭ অনুষ্ঠিত
 

 

কমিউনিটি রিপোর্ট ।। অক্টোবর ৩, ২০১৭ ।।

দীর্ঘ প্রত্যাশার পর অবশেষে বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইন জাপান ( বিসিসিআইজে ) বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে । ব্যাবসায়ী সমাজে এই নিয়ে বেশকিছুদিন যাবত কানাঘুষা চলে আসছিল । অবশেষে তা পুরন হল।

১ অক্টোবর ২০১৭ টোকিওর কিতা সিটি অজি হোকু তোপিয়াতে উক্ত সধারন সভায় ব্যাবসায়ী সদস্য ছাড়াও পর্যবেক্ষক , সুহৃদ এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন । দেড় শতাধিক ডেলিগেটস বার্ষিক এই সাধারন সভায় উপস্থিত থেকে সভার কার্যক্রমে অংশ নেন ।
 


আব্দুর রাজ্জাক এবং কাজী এনামুল হক এর যৌথ পরিচালনায় সাধারন সভায় সভাপতিত্ব করেন বিসিসিআইজে'র প্রথম নির্বাচিত কমিটির সভাপতি বাদল চাকলাদার । প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিআইজে'র প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির আহবায়ক জিয়াউল ইসলাম । এই সময় মঞ্চে আর উপস্থিত ছিলেন এমডি নাসিরুল হাকিম।

সভাপতি বাদল চাকলাদারের শুভেচ্ছা ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কাজ শুরু করা হয় । সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সাধারন সম্পাদক এমডি নাসিরুল হাকিম । বার্ষিক প্রতিবেদনে তিনি বিভিন্ন স্বার্থকতার পাশাপাশি অপূর্ণতার কথাও স্বীকার করে নেন অকপটে । একটি অফিস নেয়া এবং সংগঠন কে Japan Ministry of Economi , Trade And Industry ( METI ) কত্রিক নিবন্ধন নেয়া ছিল সবচেয়ে বড় সাফল্য হিসেবে তিনি তুলে ধরেন । নাসিরুল হাকিম বলেন জাপানে মোট ৩৪ টি দেশের চেম্বার এর নিবন্ধন রয়েছে । তার মধ্যে বাংলাদেশ একটি ।
 


এ ছাড়াও প্রথম নির্বাচিত কমিটি হিসেবে ১৪ আগস্ট ২০১৪ সালে আকাবানে কাইকান এ এক সাধারন সভায় গৃহীত সিদ্ধ্বান্ত মোতাবেক নির্বাচন প্রক্রিয়া উল্ল্যেখ সহ নির্বাচিত কমিটি হিসেবে বিগত দিনে তাদের কার্যক্রম বিশদ ভাবে তুলে ধরেন কাজী এনামুল হক।

সাধারন সভার কার্যক্রমে অংশ নিয়ে বক্তব্য রাখেন বিশ্বজিত সরকার , হারুন উর রশিদ , নাজমুল হক , এমদাদুল হক মনি , সুনীল চন্দ্র রায় , সুখেন ব্রহ্ম , আলমগীর হোসেন মিঠু , হাফেজ এমডি আলা উদ্দিন , মিজানুর রহমান শাহীন , মাইনুল হক দিদার , নুর এ আলম , মোঃ জহিরুল হক , মীর রেজাউল করিম রেজা , শেখ মনজুর মোরশেদ , খন্দকার আসলাম হিরা , এমডি সহিদুল ইসলাম নান্নু , এমডি সারোয়ার বাবু , এমদাদুল হক , সরদার নুরুল ইসলাম, এমডি খান আলামিন এবং সালেহ মোঃ আরিফ প্রমুখ ।

বক্তারা প্রথম নির্বাচিত কমিটি হিসেবে তাদের বিভিন্ন কাজের প্রশংসা সহ বিভিন্ন ব্যার্থতার কথাও জানান । তারা বলেন দীর্ঘদিন পর আমরা একটি নির্বাচিত কমিটি পেয়েছিলাম , কিন্তু কমিটিটি সাধারন সদস্যদের কাছাকাছি যেতে ব্যার্থ হয়েছে । সবচেয়ে বড় ব্যার্থতা ছিল একটি সাধারন সভার আয়োজন করা ।

সভায় বিগত দুই বছরের আয় – ব্যায়ের হিসেব তুলে ধরেন ট্রেজারার ঠাকুর গুল মোহাম্মদ । সভায় আগামী ১৫ জানুয়ারী ২০১৮ এর মধ্যে নতুন সদস্য সংগ্রহ , সদস্যদের এক বছরের ফী মার্জনা এবং ১৫ মার্চ ২০১৮ এর মধ্যে নতুন নির্বাচন আয়োজনের জন্য সময় বেধে দেয়া হয় । নিরবাচন পরিচালনার জন্য ৯ জনের নাম প্রস্তাব হিসেবে গৃহীত হয় ।

উল্লেখ্য , বরতমান কমিটি ২০১৫ সালের ২৮ নবেম্বর থেকে দুই বছরের জন্য দায়িত্ব গ্রহন করে । সেই হিসেবে আগামী ২৭ নবেম্বর ২০১৭ তাদের মেয়াদ পূর্ণ হবে । প্রবাসী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত একটি সংগথন মেয়াদ পূর্ণ শেষে নির্বাচন একটি বিরল ঘটনা । আর এই জন্য বর্তমান কমিটি যথেষ্ট প্রশংসার দাবী রাখে ।
 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]