স্বদেশে বন্যার্তদের সহযোগিতার জন্য অনুদান সংগ্রহ
কমিউনিটি রিপোর্ট ।। সেপ্টেম্বর ২৮, ২০১৭ ।।
প্রিয় স্বদেশে বন্যার্তদের সহযোগিতার জন্য জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটি
অনুদান হিসেবে নগদ অর্থ সংগ্রহ করেছে ।
২৪ সেপ্টেম্বর রোববার মুন্সিগঞ্জ – বিক্রমপুর সোসাইটি জাপান আয়োজিত ঈদ
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসী নেতৃবৃন্দ এই অর্থ সংগ্রহ করেন । তাৎক্ষনিক
সংগৃহীত নগদ অর্থের পরিমান ২৩২,১০০ ( ২ লাখ ৩২ হাজার ১ শত ইয়েন ) এবং ১০০ (
আমেরিকান ) ডলার । একই সময় আরো ১৩,০০০০ ( ১ লাখ ৩০ হাজার ) ইয়েন পাওয়ার
প্রতিশ্রুতি পাওয়া যায় ।
পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক পরের দিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর আর ৬২,০০০( ৬২ হাজার
) ইয়েন পাওয়া যায় । সব মিলিয়ে সংগৃহীত মোট অর্থের পরিমান দাড়ায় ২৯৪,১০০ (দুই
লাখ ৯৪ হাজার ১ শত ) ইয়েন এবং ১ শত আমেরিকান ডলার ।
বাংলাদেশের যে কোন দুর্যোগে জাপান প্রবাসীরা সব সময় সম্মিলিত ভাবে পাশে দাড়াতে
চেষ্টা করেন । এবার ও তার ব্যাতিক্রম নয় । এবারের বন্যায় অসংখ্য মানুষ
ক্ষতিগ্রস্ত হয়েছে । তাই , করণীয় নিয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষে একাধিক বার বসে
আলোচনা করে সবার মতামত নিয়ে এবং মুন্সিগঞ্জ – বিক্রমপুর সোসাইটি'র অনুমতি
সাপেক্ষে মিসাতো পার্কে উক্ত পরিমান অর্থ সংগ্রহ করা হয়।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |