প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

জাতীয় শ্রমিকলীগ জাপান শাখার পূর্ণ কমিটি ঘোষণা ও জাতীয় শোক দিবস ২০১৭ পালন

 

 

কমিউনিটি রিপোর্ট ।। আগষ্ট ৭, ২০১৭ ।।

বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম অঙ্গসংগঠন জাতীয় শ্রমিকলীগ জাপান শাখার পূর্ণ কমিটি ঘোষণা ও একই সাথে জাতীয় শোক দিবস ২০১৭ পালন করা হয়েছে। ৬ আগস্ট রোববার টোকিওর কিতা সিটি অউজি হকু তোপিয়ার পেগাসাস হল এ প্রথমবারের মতো সম্মেলন ও জাতীয় শোক দিবস ২০১৭ পালন উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে বাংলাদেশ থেকে এসেছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ এর সভাপতি আলহাজ্জ্ব শুক্কুর মাহমুদ , প্রধান বক্তা হিসেবে যোগ দিয়েছিলেন জাতীয় শ্রমিকলীগ এর সাধারন সম্পাদক আলহাজ্জ্ব সিরাজুল ইসলাম।

 

জাতীয় শ্রমিকলীগ এর জাপান শাখার আহবায়ক মোঃ শাহ আলম প্রথমবারের মতো আয়োজিত সম্মেলন ও জাতীয় শোক দিবস ২০১৭ এর সভাপতিত্ব করেন ।

এ সময় কেন্দ্রীয় নেতাদের পার্শে বিশেষ অতিথি হিসেবে একই মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ জাপান শাখার বর্তমান সভাপতি সালেহ মোঃ আরিফ প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মাহফুজুল হক লাল , সাধারন সম্পাদক খন্দকার আসলাম হিরা। সভার শুরুতেই ধর্ম গ্রন্থ পবিত্র কোরআন , গীতা এবং বাইবেল থেকে পাঠ করে শোনানো হয় ।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধ্বা জানানো হয় ।

দাড়িয়ে এক মিনিট নীরবতার মাধ্যমে ১৯৭৫ সালে এবং ২০০৪ সালের গ্রেনেড হামলায় নিহতদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানানো সহ তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

কাজী মাহফুজুর রহমান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চৌধুরী লিটন ,ডাঃ শাহরিয়ার শামীম , মীর্জা মাহবুব হাসান , আব্দুল কুদ্দুস , খন্দকার আসলাম হিরা , কাজী মাহফুজুল হক লাল , সালেহ মোঃ আরিফ ,আলহাজ্জ্ব সিরাজুল ইসলাম , আলহাজ্জ্ব শুক্কুর মাহমুদ , শাহ আলম মোল্লা প্রমুখ।

বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে বাংলাদেশে আওয়ামীলীগের রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন ।

বঙ্গবন্ধুকে সঠিক ভাবে এবং আর গভীর ভাবে জানার উপর গুরুত্ আরোপ করেন বক্তারা। এই জাপান থেকে দল এবং সরকারের কাছে বঙ্গবন্ধুর হত্যাকারীদের মরণোত্তর বিচারের দাবী জানান।
দলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানান বক্তারা ।

প্রধান অতিথি আলহাজ্জ্ব শুক্কুর মাহমুদ বলেন , সবাই বলে হাইব্রিড নেতা , আমি কিন্তু হাইব্রিড বলিনা । আমি বলি , সুযোগ সন্ধানী । কিছু পাওয়ার আশায় এরা দলে যোগ দেয় । এদের জন্যই দলের দুর্নাম রটে, এরা উচ্ছিষ্ট । হাইব্রিড তো ভালো শব্দ । হাইব্রিড গাড়ি, খাদ্যে হাইব্রিড জাত না আসলে আমাদের না খেয়ে থাকতে হতো । তাই, এইসব উচ্ছিষ্টদের হাইব্রিড বললে, হাইব্রিড শব্দের অপ্রয়োগ হয়।

সব শেষে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ এর সভাপতি আলহাজ্জ্ব শুক্কুর মাহমুদ জাপান শাখা শ্রমিক দলের অনুমোদন সহ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ।

মোঃ শাহ আলম মোল্লা কে সভাপতি , মোঃ মাহফুজুর রহমান কে সাধারন সম্পাদক এবং রায়হান হোসেন কে সাংগঠনিক , তোফাজ্জল হোসেন কে প্রচার সম্পাদক এবং ওয়াহিদ কবির কে দফতর সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয় ।

কমিটি ৩ বছরের জন্য অনুমোদন পায় ।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]