প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

জাপান উইমেন'স অ‌্যাসোসিয়েনের উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও পিকনিক

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। আগষ্ট ২, ২০১৭ ।।

কিছূদিন আগে প্রতিষ্ঠিত জাপান প্রবাসী নারীদের সংগঠন জাপান উইমেন'স অ‌্যাসোসিয়েশন ঈদোত্তর পূনর্মিলনী ও পিকনিকের আয়েজন করেছিল গত শনিবার (২৯ জুলাই)। সাগর আর অরণ্য ঘেরা প্রকৃতির অপার সৌন্দর্য্য ইয়োকোহোমা'র ইয়ামাশিতা পার্ক তারা নির্বাচিত করেছিলেন দিনভর পিকনিকের জন্য ।

জাপানি প্রকৃতিপ্রেমীদের প্রথম পছন্দের এই ইয়ামাশিতা পার্ক। ১৯২৩ সালে যে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল তার ধ্বংসাবশেষ ব্যাবহার করে ছবির মতো সাজিয়ে নির্মিত হয়েছে এই পার্ক। সমুদ্রের পাড় ঘেঁষে গোলাপের বাগান আর পাথরের ঝর্নার মাঝে মনোরম পরিবেশে পিকনিকের আয়োজনে ছিলেন এসোসিয়েশনের কার্যনির্বাহী সকল সদস্যরা। এসেছেন তাদের পরিবারের সদস্যরাও। বিশেষ ভাবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন জাপান প্রবাসী সিনিয়র শ্রদ্ধেয় আপা, খালারা, কমিউনিটির নেতৃবৃন্দরা।

দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইকনমিক মিনিস্টার ডক্টর শাহীদা আক্তার।

একটূ ব্যাতিক্রম করতে পিকনিক শুরু হয় বিকাল চারটায়। বিকেলের মজাদার নাস্তাপর্ব শেষ হতেই শুরু হয় খেলাধূলা পর্ব, বাচ্চাদের মিউজিকাল পিলো ও কাপল-গেমে অংশ নেন উপস্থিত সকল জূটিরা। বাচ্চাদের তিনটি ও দম্পতিদের ৬ টি বিশেষ পুরস্কার দেয়া হয়।

রংবেরং এর ফূল দিয়ে এক অভিনব সাজসজ্জায় নিজেদর সাজিয়েছিলেন প্রবাসী নারীরা। পার্কে উপস্থিত কোতুহলী জাপানিরা বারবার ভীড় করে তা উপভোগ করতে দেখা গেছে।
 


রাতের খাবার খেয়ে দলবেধে আড্ডা দিতে দিতে দিনের আলোর বিদায়ের সাথে আগামীবার আরো বর্নিল আয়োজনের অংগীকার ব্যক্ত করে পিকনিকের সমাপনী ঘোষনা করা হয়।

নিজেদের নাম প্রচারে অনিচ্ছূক অ‌্যাসোসিয়েশনের নেত্রীবৃন্দ তাদের প্রান প্রিয় সংগঠনের মাধ্যমে জাপান প্রবাসী নারী হিতৈশী কিছু কার্যক্রম গ্রহণের কথা বলেন এবং জাপান-বাংলাদেশের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সেতুবন্ধন নির্মাণে ভূমিকা রাখার জন্য সদা তৎপর থাকবেন বলে জানান। এই আয়োজনের কৃতিত্ব কার প্রশ্নের জবাবে জানালেন আমাদের নির্বাহী কমিটির সাত জন সদস্য সহ সকল প্রবাসীদের সহযোগিতায় এই আয়োজন তাই সফলতা ও ব্যার্থতার দায়-দায়িত্ব আমাদের সবার।
 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]