|
ফ্রেন্ডস অ্যন্ড ফ্যামিলি - এর ঈদ পুনর্মিলনী ২০১৭
কমিউনিটি রিপোর্ট ।। জুলাই
২৫, ২০১৭ ।।
একমাস আগে ঈদ হয়ে গেলও জাপান প্রবাসীদের মাঝে তার রেশ রয়ে গেছে এখনো । বিভিন্ন
ভাবেই ঈদ উত্তর পুনর্মিলনী চলছে এখনও । কোথাও বা এলাকা ভিত্তিক , কোথাও বা
সংগঠন ভিত্তিক, আবার কোথাও বা পারিবারিকভাবে বন্ধু বান্ধবদের নিয়ে ।
তার ই ধারাবাহিকতায় ফ্রেন্ডস অ্যন্ড ফ্যামিলির ব্যানারে জাপানের টোকিওতে
অনুষ্ঠিত হয়ে গেল ঈদ পুনর্মিলনী ২০১৭ । আর এতে যোগ দিয়ে দিনভর আনন্দে মেতে
উঠেছিলেন সর্বস্তরের জাপান প্রবাসীরা ।
আয়োজনে ফ্রেন্ডস ও ফ্যামিলি নামের ব্যানার হলেও এর মুল আয়োজক ছিলেন নুসরাত -
হায়দার দম্পতি । আর নেপথ্যের কারিগর হিসেবে কাজ করেছেন শেপু-আলি
দম্পতি,লিপু-লাকী দম্পতি সহ আর অনেক দম্পতি । অনেকে আবার বাসা থেকে মুখরোচক
বিভিন্ন খাবার তৈরী করে এনে শরীক হন ।
ঈদ পুনর্মিলনী আয়োজনটি যে
কেবল মাত্র সুস্বাদু খাবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয় ।
বিনোদন মুলক বিভিন্ন আয়োজন ছিল অন্যরকম আকর্ষণ । আর এই বিনোদন মূলক আকর্ষণের
মধ্যে সোহেল জায়েদির বাংলা কারাওকে ভিন্ন মাত্রা যোগ করে ।
অতিথিরা উপভোগ করেছেন , এডভোকেট হাসিনা বেগম রেখার আবৃতি , বহ্নি , শেপু্ ,
লিনা বড়ুয়া , তানভির , বাদল , সুমি চৌধুরী , বাবু , দিপ্ত পরিবেশিত গান,
দম্পতিদের নিয়ে বল নিক্ষেপ এবং ক্যাচ ধরা পর্বটি । খেলাটিতে নতুনত্ব ছিল বৈ কি
। খেলাটি পরিকল্পনায় ছিল লাকি –লিপু দম্পতি । এতে প্রথম স্থানের গৌরব অর্জন
করেন সুমি-আজাদ চৌধুরী দম্পতি । এই দম্পতি গুনমা প্রিফেকচার থেকে ঈদ
পুনর্মিলনীতে অংশ নেন ।
এছাড়াও কাগোশিমা , সাইতামা , ইবারাকি , তোচিগি , কানাগাওয়া প্রিফেকচার থেকে ও
অতিথিরা অংশ নিয়ে থাকেন ।
বর্তমানে জাপান সফররত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব আরিফুল
কবির শান্তু প্রবাসীদের আয়োজনে উপস্থিত হয়ে অভিভুত হন । তিনি এবছর শেষ নাগাদ
উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য মনবুশো স্কলারশিপ নিয়ে জাপানে আসবেন বলেন জানান ।
এছাড়াও মালয়েশিয়া প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব এনামুল ইমন
প্রবাসীদের আয়োজনে একই অনুভূতি ব্যাক্ত করেন।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জুয়েল আহসান কামরুল।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |
|