প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

কুমিল্লা সোসাইটি জাপানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ১৫, ২০১৭ ।।

৯ জুলাই ২০১৭ ইং তা‌রি‌খে টো‌কিওর আকাবা‌নে ভিবিও হ‌লে অনুষ্ঠিত হল "কুমিল্লা সোসাইটি , জাপান " এর ঈদ পূন‌র্মিলনী অনুষ্ঠান । জাপা‌নের বি‌ভিন্ন প্রি‌ফেকচারে বসবাসরত কু‌মিল্লাবাসী বিপুল উৎসাহ ও উদ্দীপনার সা‌থে অনুষ্ঠান‌টি‌তে যোগদান করেন এবং অত্যন্ত আনন্দঘন প‌রি‌বে‌শে ঈদ পূন‌র্মিলনী অনুষ্ঠান‌টি উপ‌ভোগ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয় কুমিল্লা সোসাইটির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে শুধুমাত্র কুমিল্লাবাসীকে স্বপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছিল কারন তা ছিল একান্তই তাদের সাংগঠনিক কার্যক্রমের একটা অংশ বিশেষ।

৯ তারিখের ঈদপূনর্মিলনী অনুষ্ঠানে কুমিল্লা সোসাইটি ,জাপান এর "উদ্দেশ্য এবং আদর্শ " সম্পর্কে উপস্থিত কুমিল্লাবাসীকে অবহিত করা হয় এবং সাংগঠনিক কার্যক্রমকে নিয়মতান্ত্রীকভাবে নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে সোসাইটির নির্ধারিত সদস্যপত্র পূরন সাপেক্ষে সদস্য পদ গ্রহনের আহবান জানানো হয় । এতে বিপুল সংখ্যক লোক তাৎক্ষনিক ভাবে সাড়া দিয়ে সদস্যপত্র পূরন করে সদস্য পদ গ্রহন করেন । সদস্যদের মতামতের ভিত্তিতে সোসাইটির পরবর্তি কার্যক্রম নির্ধারিত হবে ।

সংগঠনের সাথে সংশ্লিষ্টরা বলেছেন, কুমিল্লা সোসাইটির আভ্যন্তরিন এই সকল সাংগঠনিক কার্যক্রম অন্যান্য অতিথিদের উপস্থিতিতে করাটা নিজেরা যেমন স্বাচ্ছন্দ বোধ করতেন না , তেমনি অতিথিরাও কেউ বিরক্ত হত কেউ বা বিব্রত বোধ করত । সার্বিক দিক বিবেচনা করে শুধু কুমিল্লাবাসী দেরকে স্বপরিবারে আমন্ত্রন করলেও অন্যকোন জেলা বা সংগঠনের কেহ আসতে পারবেন না এমন কোন কথা কেউ কখনো বলেনি । তারই ফলশ্রুতিতে কুমিল্লা জেলার অধিবাসী নয় এমন বেশ কিছু বন্ধু এবং শুভাকাঙ্খী এই অনুষ্ঠানে শুধু অংশগ্রহণই করেননি সার্বিক সহযোগিতা করেছেন এবং গঠন মূলক পরামর্শও দিয়েছেন ।
 

 


এই ঈদ পূনর্মিলনীকে কেন্দ্র করে জাপা‌নে বসবাসরত কু‌মিল্লাবাসী‌দের প্রবীন‌ এবং নবীনদের মাঝে যে সৌহার্দ্যপূর্ন সমন্ব‌য় ঘটেছে তা সত্যিই অতুলনীয় । সকল দ্বিধাদ্বন্দ মান অভিমান মতভেদ ভুলে গিয়ে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। এ যেন প্রবীন এবং নবীনদের এক মিলন মেলায় প‌রিণত হয়।

অনুষ্ঠানের শেষ প‌র্বে ছোটদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন এবং প্রী‌তি‌ভোজের মাধ্য‌মে অনুষ্ঠান‌টির প‌রিসমাপ্তী ঘ‌টে।

       

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]