প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

লেবাননে বুদ্ধ পূর্ণিমা পালিত

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন ৩, ২০১৭ ।।

গত ১৪ই মে রবিবার ভূমধ্যসাগরের তীরে অবস্থিত পাহাড় আর সমুদ্রের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লেবাননের রাজধানী বৈরুতে কর্মরত প্রবাসী বৌদ্ধদের প্রাণপ্রিয় সংগঠন প্রবাসী বৌদ্ধ পরিষদ লেবানন কর্তৃক মহামতি গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত মহান বুদ্ধ পূর্ণিমা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।এই উপলক্ষে সকাল ১০ ঘটিকায় বুদ্ধ পূজা , সীবলী পূজা,প্রদীপ পূজা উৎসর্গের মাধ্যমে অনুষ্টানের কার্যক্রম শুরু করা হয়।সকলের উদ্দেশ্যে পঞ্চশীল ও ধর্মদেশনা প্রদান করেন নাইখাইন সন্তোশালয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ জিনপ্রিয় ভিক্ষু।

২য় পর্বে সবুজ বড়ুয়ার সঞ্চালনায় তথাগত ভগবান বুদ্ধের জীবনদর্শন শীর্ষক ধর্মীয় আলোচনা সভায় অংশগ্রহন করেন প্রধান উপদেষ্টা বাবুল বড়ুয়া,উপদেষ্টা বাবু সুজিত বড়ুয়া,উপদেষ্টা বাবু সুজিত বড়ুয়া(১),উপদেষ্টা বাবু তাপস বড়ুয়া।ধন্যবাদ জ্ঞাপন করেন উপদেষ্টা বাবু সুজিত বড়ুয়া।বিশেষ বক্তব্য প্রদান করেন সাধারন সম্পাদক বাবু সত্যজিত চৌধুরী,সাংগঠনিক সম্পাদক বাবু সুমিত্র বড়ুয়া ও প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু জনি বড়ুয়া।এই সময় আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক বাবু জিতু বড়ুয়া ,বাবুন বড়ুয়া, মিখুন বড়ুয়া,রাখাল বড়ুয়া,রুবেল চৌধুরী,অভি বড়ুয়া,স্বদেশ বড়ুয়া,অশোক বড়ুয়া,পুলক বড়ুয়া,বিপ্লব বড়ুয়া ও তার পরিবার,নিউটন বড়ুয়া,তপু বড়ুয়া,আনন্দ বড়ুয়া,শান্তুনু বড়ুয়া,সৌরভ বড়ুয়া,একুশে টিভির লেবানন প্রতিনিধি জসিম উদ্দিনসহ বেশ কয়েকজন গন্যমান্য ব্যক্তিবর্গ।পরিশেষে পরিষদের সভাপতি বাবু বিজন বড়ুয়ার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্য,সম্পূর্ণ অনুষ্ঠান উদযাপন সুচারু রুপে সম্পন্ন করার জন্যে সকল ব্যয়ভার বহন করেন সম্মানিত উপদেষ্টা বাবু পুলক বড়ুয়া ও ধর্মীয় সম্পাদক বাবু শান্তনু বড়ুয়া।প্রবাসী বৌদ্ধ পরিষদ লেবাননের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]