প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

৩ ডিসেম্বর উত্তরণের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন ৩, ২০১৭ ।।

আগামী ৩ ডিসেম্বর ( রোববার ) ২০১৭ উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ তাদের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে ।

টোকিওর ইতাবাশি সিটি অইয়ামা বুনকা কাইকান-এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে বলে উত্তরন দলনেতা মোঃ নাজিম উদ্দিন কমিউনিটি'কে নিশ্চিত করেন । এই উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে দলনেতা নাজিম জানান। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।

২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী কে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঢেলে সাজানো হবে বলে উত্তরণ এর অন্যতম সদস্য নিয়াজ আহমেদ জুয়েল জানান। তিনি আরো বলেন , সামনে আমাদের ৩০ তম প্রতিষ্ঠা পালন করতে হবে । বলতে পারেন এটা হবে তার পূর্ব প্রস্তুতি ।

আগামী ৪ জুন সেজাকি কমিউনিটি সেন্টার এক প্রাক প্রস্তুতি সভা আহবান করা হয়েছে বলে তিনি জানান।

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]