প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে টোকিও বৈশাখী মেলা অনুষ্ঠিত

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। এপ্রিল ১৭, ২০১৭ ।।

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে রোববার অনুষ্ঠিত হয়েছে জাপানে প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় উৎসব "টোকিও বৈশাখী মেলা"। রাজধানীর ইকেবুকু'র নিশিগুচি উদ্যানে শহীদ মিনারের পাশের চত্বরে বাঙালীদের প্রাণের মেলায় ভীড় জমান হাজার হাজার প্রবাসী বাংলাদেশী। শুধু বাংলাদেশীরাই ছিলেন এ কথা বললে ভুল হবে। ছিলেন অসংখ্য জাপানি ও অন্যান্য দেশের মানুষ।

টোকিও বৈশাখী মেলা হলো এমন একটি আয়োজন যেখানে মানুষ জড় হন সত্যিকার বাংলাদেশের একটু ছোঁয়া পেতে। প্রকম্পিত হয়ে বাজছে বাংলা গান, রকমারী বাংলা খাবার, অনেক দিনের পরিচিত মুখ, বাংলার ঐতিহ্যবাহী পোষাকে দেশের নারী-পুরুষ -সব অনুভুতিই যেন একটু আলাদা।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রবাসে বেড়ে ওঠা শিশুরা বাংলাদেশের নাচ, গান, কবিতা, গল্প ইত্যাদি নিয়ে আসে। তাদের অনেকেরই ভাঙা ভাঙা বাংলায় দেশী পরিবেশনা ছিলো খুবই উপভোগ্য। পরে তাদের সকলের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা'র আসতে বিলম্ব হওয়ায় পুরস্কার তুলে দেন মেলার সমন্বয়ক শেখ আলীমুজ্জামান।

এরপর জাপানি শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী তাইকো বা ঢোল বাজান।

জাপান প্রবাসীদের স্বরলিপি কালচারাল একাডেমি এবং উত্তরণ কালচারাল গ্রুপ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

সবশেষে বাংলাদেশ থেকে আগত শিল্পীরা দর্শকদেরকে মাতিয়ে রাখেন।

সবশেষে প্রতিবছরের মতো মেলায় যায়রে... গানটি গেয়ে সমাপ্তি টানা হয় মেলার। মেলা শেষের পরও বহু প্রবাসীকে দাঁড়িয়ে আড্ডায় মেতে থাকতে দেখা যায়।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]