প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপান জুড়ে ভারী বৃষ্টিপাত

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন ২১, ২০১৮ ।।

জাপানের আবহাওয়া কর্মকর্তারা বুধবার বলেছেন দেশের পশ্চিম, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং কেন্দ্রীয় অঞ্চলের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। তারা সম্ভাব্য ভূমিধস এবং বন্যার সতর্কতার কথা উল্লেখ করেছে।

জাপানের আবআওয়া বিভাগ বলেছে কিউশু দ্বীপের উপর বৃষ্টিমেঘ সৃষ্টি হয়ে তা মধ্য জাপানের তোকাই অঞ্চল পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে।

কর্মকর্তারা বলেছেন বুধবার বিকেল ২টা থেকে ৩টা পর্যন্ত দক্ষিণের প্রিফেকচার মিয়াজাকি'র এবিসু'তে ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় এবং পশ্চিমের প্রিফেকচার ওয়াকাইয়ামা'র শহর মিনাবে শহরে ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বিকেল ৩টা থেকে এবিনো'তে পরবর্তী ২৪ ঘন্টায় ৪০০ মিলিমিটার এবং কাগোশিমা প্রিফেকচারের কুমামোতো এবং কিউশু'তে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত প্রত্যাশা করা হচ্ছে।

কর্মকর্তারা বলেছেন সোমবার ভূমিকম্প উপদ্রুত ওসাকা এবং পশ্চিম জাপানের পার্শ্ববর্তী এলাকা সমূহ ঝুঁকির মুখে রয়েছে। তারা আরো জানিয়েছেন এমনকি সামান্য বৃষ্টিপাতেই ভূমিধসের সৃষ্টি হতে পারে। এনএইচকে। 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]