প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

৫টি ভাষায় কথা বলা যাবে ১১৯ এর জরুরি নম্বরে

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ফেব্রুয়ারি ২০, ২০১৭ ।।

২০২০ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস'র প্রস্তুতির মধ্যে অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার ১১৯ নম্বর দেশব্যাপী ৫টি ভাষায় ২৪ ঘন্টা সেবা প্রদান করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জাপান সরকার দেশে অবস্থান করা বিদেশীদের আকস্মিক অসুস্থতা বা আঘাতের কারণে উদ্ধারকারী দলের সাড়া দিতে নিরাপদ ভ্রমণের জন্যে জাপানকে উপস্থাপন করতে এই পরিকল্পনা নেয়া হচ্ছে।

ইংরেজি, চীনা, কোরিয়ান, স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায় বেসরকারি সংস্থার ভাষান্তরের সহায়তা নিয়ে এই পাঁচ ভাষায় সেবা প্রদান করা হবে।

একজন বিদেশীর কাছ থেকে ১১৯ ফোনকে একজন দোভাষীর কাছে স্থানান্তর করে ত্রিমুখী কলে পরিণত করা হবে। ফলে কলার এবং ফায়ার সার্ভিস যুগপৎ ব্যাখ্যার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকর্মীরা তাদের সেলফোন ব্যবহার করে দোভাষীর সঙ্গে যোগাযোগ করবেন এবং এ ভাবে বিদেশীদের সাথে যোগাযোগ চালিয়ে যেতে পারবেন।

২০১১ সালের মহাভূমিকম্পের সময় কিছু অভিযোগ এসেছিলো কারণ বিদেশীরা জাপানি ভাষায় যোগাযোগ করতে পারেননি বলে তারা আটকা ছিলেন। তারপর থেকে স্থানীয় সরকার গুলো ১১৯ নম্বরে বিদেশী ভাষা ব্যবহারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বর্তমানে, ইয়োকোহামা, কোবে, নাগাসাকি শহর সহ ৩০৬টি স্থানীয় সরকার যেখানে বিদেশী পর্যটকদের একটি বড় অন্তঃপ্রবাহ আছে ১১৯'র জরুরি নাম্বারে বিদেশী ভাষাতেও সেবা প্রদান করছে। ইয়োমিউরি শিমবুন। 
 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]