প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

মিয়ানমারে সংখালঘু রোহিঙ্গাদের উপর পৈশাচিকতার প্রতিবাদে জাপান প্রবাসীদের প্রতিবাদ ও মানববন্ধন

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ১৪, ২০১৬ ।।

শূন্য হিমাংকের কনকনে শীত উপেক্ষা করে রোববার, ১১ ডিসেম্বর, ২০১৬ বিকেল ৪ টায় টোকিও'র নিশিগুচি উদ্যানে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত হয়েছিলেন প্রায় দুই শতাধিক প্রবাসী। দল মত ধর্ম নির্বিশেষে জাপানে স্মরনকালের সর্ববৃহত সমাগমের সবাই হাতে প্লাকার্ড নিয়ে দীর্ঘক্ষন দাড়িয়ে থেকে নির্যাতিত রোহিঙ্গা সহ ভারতে ও বাংলাদেশের ধর্মীয় নির্যাতনের শিকার সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
 


সেদিনের পূর্বনির্ধারিত অনুষ্ঠান গুলো সংক্ষিপ্ত করে অনেকেই মানববন্ধনে সমবেত হন। সদ্য প্রয়াত প্রবাসী সন্জয় দত্তের মরনোত্তর ধর্মীয় অনুষ্ঠান থেকেও হিন্দু সম্প্রদায়ের অনেকেই ছুটে আসেন। এসেছিলেন জাপান প্রবাসী বেশ কজন মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান। ছুটির দিন ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে টোকিও থেকে বেশ দূরের ইবারাকি ও গুনমা জেলার বেশ ক'জন প্রবাসীকেও দেখা গেছে।

 



জাপানী পুলিশদের বিধিবদ্ধ পর্যাবক্ষন সহ অনেক জাপানিদের কৌতুহলী প্রশ্নের জবাব দিতে হয় আয়েজকদের। বিশেষকরে সদ্য জাপান সফর করে যাওয়া ও জাপানীদের কাছে বিশেষ সম্মানিত শান্তিতে নেবেলবিজয়ী আং সান সুচির প্রতি আমাদের ঘৃনাসম্বলিত জাপানি-ইংরেজী ও বাংলায় লিখিত পোষ্টার ও প্লাকার্ড তাদের কৌতূহলী করে তোলে।

 

 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]