প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ  বর্তমানের কথামালা শিল্প-সাহিত্য

বাংলাদেশ কমিউনিটি

আর্কাইভ

লাইফ স্টাইল

যোগাযোগ

 

 

 

 

পার্টিতে বিনামূল্য মদ পরিবেশনের জন্যে সাবেক প্রধানমন্ত্রী আবে ও সানটোরি কর্মীর বিরুদ্ধে ফৌজদারি মামলা

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন ১৬, ২০২২ ।।

একটি নাগরিক গোষ্ঠি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে এবং মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সানটোরি হোল্ডিংস লিঃ এর অনির্দিষ্ট সংখ্যক কর্মী এবং অপর দু'জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে আবের সমর্থক গোষ্ঠি আয়োজিত অনুষ্ঠানে তারা বিনামূল্যে অ্যালকোহলযুক্ত পানীয় সরবরাহ করার মাধ্যমে অবৈধ রাজনৈতিক অনুদান - এর আওতায় এসেছেন।

টোকিও জেলা পাবলিক প্রসিকিউটর অফিসে জুনের ১০ তারিখ জমা দেয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে যে ২০১৭ এবং ২০১৯ সালের মধ্যে চেরি ব্লসম দেখার প্রাক্কালে টোকিওর একটি হোটেলে আবের সমর্থক গোষ্ঠির আয়োজিত ডিনারে সানটোরি বিনামূল্য অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশন করে। আবের তৎকালীন প্রধান সরকারী সচিবের নামও অভিযোগে এসেছে।

সাকুরা পার্টির অনুষ্ঠানে বিয়ার এবং হুইস্কি সহ মোট ৩৮২ বোতল পানীয় (যার বাজার মূল্য ছিলো ৪৫০,০০০ ইয়েন বা ৩,৩০০ মার্কিন ডলার) বিনামূল্যে প্রদান করা হয়। নাগরিক গোষ্ঠি দাবি করেছে এর ফলে "অপর রাজনৈতিক সংস্থাকে অনুদান" এর অভিযোগ গঠন করেছে, যেমন রাজনৈতিক তহবিল নিয়ন্ত্রণ আইনে আইনপ্রণেতাদের সমর্থক গোষ্ঠিকে অনুদানের বিষয়টি নিষিদ্ধ রয়েছে।

নাগরিক গোষ্ঠি তাদের অভিযোগ মূলত ২০১৯ সালের ডিনার অনুষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত থাকে, যেখানে মোট ১৫০,০০০ ইয়েন মূল্যমানের পানীয় সরবরাহ করা হয়, আবেদনে বলা হয় সেই ঘটনার পর থেকে এখনও তিন বছর অতিক্রান্ত হয়নি। সানটোরি কর্মীর বিরুদ্ধে অভিযোগ বেনামে তালিকাভুক্ত করা হয়েছে কারণ গ্রুপটি দাবি করেছে যে কোন কর্মী বা কর্মীরা ডিনার অনুষ্ঠানে জড়িত ছিল তা এখনও অজানা।

গ্রুপটি আরও দাবি করেছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার মূখ্য সচিব তাদের দায়িত্ব তত্বাবধানে অবহেলা করেছিলেন এবং সমর্থক গোষ্ঠির অনুষ্ঠানে পরিবেশিত অ্যালকোহলের মূল্য তালিকাভুক্ত করতে ব্যর্থ হন।

সানটোরি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, অপরদিকে আবের অফিস বলেছে, "পাবলিক প্রসিকিউটরদের সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজন হলে আমরা রাজনৈতিক তহবিল প্রতিবেদনগুলি সঠিকভাবে সংশোধন করেছি।" মাইনিচি।  


 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]