|
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাপান–বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির
সাংস্কৃতিক সন্ধ্যা
কমিউনিটি রিপোর্ট ।। মে ১, ২০১৮ ।।
কানাগাওয়া কেন -এর সাগামিহারা তে পালিত হয়েছে জাপান – বাংলাদেশ ফ্রেন্ডস
সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী । টোকিওর বাহিরে এমন একটি বড় আয়োজন দীর্ঘদিন
জাপান প্রবাসীদের মধ্যে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছিল । ৫ম প্রতিষ্ঠা
বার্ষিকী পালন কে স্মরণীয় করে রাখার জন্য জাঁকজমক পূর্ণ এক মনজ্ঞ
সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় ।
২৯ এপ্রিল রোববার সান্ধ্যকালীন এ আয়োজনে কানাগাওয়া ছাড়াও বিভিন্ন অঞ্চলের
প্রবাসীরা জড়ো হয়েছিলেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডস
সোসাইটিকে অভিনন্দন জানানো এবং অনুষ্ঠান উপভোগ করার জন্য।
সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাক্কালে সংগঠনের সাধারন সম্পাদক এস রাহমান
শিপ্লুর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি এনামুল হক বাবু , প্রধান
উপদেষ্টা মামুনুর রশীদ এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত
আশরাফ উদ দৌলা ।
আশরাফ উদ দৌলা'র যোগদান অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে । শুভেচ্ছা বক্তব্যে
তিনি তাঁর সময়কালীন বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন , আমি বিশ্বের ১০ টি
রাষ্ট্রে কূটনীতিক এর কাজ করেছি । কিন্তু , জাপান প্রবাসীদের মতো এমন
সৌহার্দ পূর্ণ পরিবেশ বিশ্বের আর কোথাও দেখিনি । জাপান প্রবাসীরা বিশ্ব
প্রবাসীদের জন্য রোল মডেল হিসেবে বর্ণনা করা যেতে পারে । আমি আপনাদের কাছ
থেকে যে সহযোগিতা পেয়েছি তা ভুলার মত নয় ।
তিনি আর বলেন , জাপানে নিজস্ব দূতাবাস স্থাপন ছিল আপনাদের প্রাণের দাবী ,
আমি তা পূরণে কাজ করেছি । যার ফলশ্রুতিতে আপনারা নিজস্ব দুতাবাস পেয়েছেন ।
বিসিসিআইজে আমি নিজেই উদ্যোগ নিয়ে করে দিয়েছিলাম । আজ বিসিসিআইজে
প্রতিষ্ঠিত হয়েছে । আমি অস্ট্রেলিয়াতে থাকাকালীন সেখানে একটি শহীদ মিনার করে
দিয়েছিলাম , আবার টোকিওতে স্থায়ী শহীদ মিনারটিও আমার সময়ে উদ্ভোধন হয়েছে ।
আর এসবের কৃতিত্ব আপনাদের-ই । কারন দেশের স্বার্থে আপ্নারা সবাই এক । আমি
সর্বদা-ই তা স্মরণ করে থাকি ।
দূতাবাসকে আমি সব সময় রাজনৈতিক প্রভাব মুক্ত রেখেছি । জাতীয় দিবসগুলিতে
সবার সমান অধিকার দিয়েছি । কাউকে বঞ্চিত করিনি । কারন , দূতাবাস প্রতিটি
বাংলাদেশীর ।
জাপান – বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে
স্থানীয় প্রবাসী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ এবং স্বরলিপিকে সন্মাননা ক্রেস্ট
দেওয়া হয় ।
বিমান কুমার পোদ্দার উত্তরণের পক্ষে সন্মাননা ক্রেস্ট গ্রহন করেন । উপদেস্টা
আলামীন খান এবং ইকবাল হুসাইন তার হাতে ক্রেস্টটি তুলে দেন । খন্দকার আসলাম
হিরা স্বরিলিপি'র পক্ষে সন্মাননা ক্রেস্ট গ্রহন করেন । প্রধান উপদেস্টা
মামুনুর রশীদ এবং সহ সভাপতি শামীম আহমেদ তার হাতে ক্রেস্ট তুলে দেন । এছাড়া
আমন্ত্রিত অতিথিদের সন্মাননা জানান হয়
৫ম প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য এস রাহমান শিপ্লুর
সম্পাদনায় একটি স্মরণিকা বের করা সহ বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে এসেছিলেন
সঙ্গীত শিল্পী মামুন ও মীম এবং বাদ্যযন্ত্রে নাদিম । এছাড়া স্থানীয় উত্তরণ
ও স্বরলিপি'র শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে উঠে ।
প্রবাসী শিল্পীরা ও যে কম নয় তা দর্শক শ্রোতারা উপলব্দী করতে সক্ষম হয়েছেন
। বিশেষ করে বাবুর বাঁশী দর্শক মনমুগ্ধ হয়ে শুনেছেন যন্ত্রে নাদিম বরাবর ই
জাপান প্রবাসীদের মন জয় করে চলেছেন ।
অনুষ্ঠান আয়োজনে সকলের আন্তরিক সহযোগিতা থাকলেও যাদের প্রতি কৃতজ্ঞতা না
জানালেই নয় তারা হচ্ছেন প্রধান উপদেষ্টা মামুনুর রশীদ , উপদেষ্টা ইকবাল
হুসেইন , খুরশিদ আলম মাইকেল , তরুন মিয়া , আলামীন খান , শেখ রনি লিটন ,
সভাপতি এনামুল হক বাবু , সহসভাপতি শামীম আহমেদ , সাধারন সম্পাদক এস রাহমান
শিপ্লু , সহ সাধারন সম্পাদক বিপুল সাহা ,সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী
জুয়েল প্রমুখ ।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content is strictly
prohibited and constitutes copyright infringement liable to legal
action.
[প্রথমপাতা] |
|